Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > সরকারের এ সিদ্ধান্ত শুধুমাত্র পরিবহন মালিকদের খুশি করতেই নয় বরং নৈতিক পরাজয় : বাংলাদেশ ছাত্রলীগ

সরকারের এ সিদ্ধান্ত শুধুমাত্র পরিবহন মালিকদের খুশি করতেই নয় বরং নৈতিক পরাজয় : বাংলাদেশ ছাত্রলীগ

শিক্ষার্থীদের হাফ পাসের দাবির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দেওয়া বক্তব্য হতাশা ব্যক্ত করে এমন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে শুধুমাত্র বিআরটিসি নয় সকল গণপরিবহনে হাফ পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি তৌফিক উজ জামান পীরাচা এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রাফিন বলেছেন, শিক্ষার্থীদের দাবি ছিলো সকল গণপরিবহনে হাফ পাস। কিন্তু সরকার শুধুমাত্র বিআরটিসি বাসের হাফ পাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে। সরকারের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা প্রমাণের পাশাপাশি চলমান আন্দোলনের প্রাথমিক বিজয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকাসহ সারাদেশের সকল রুটে বিআরটিসি বাস নেই। যাও আছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। শুধুমাত্র বিআরটিসি বাসের ভাড়া হাফ করলেই শিক্ষার্থীদের দাবি পূরণ হয় না। সুতরাং সরকারের এ সিদ্ধান্ত শুধুমাত্র পরিবহন মালিকদের খুশি করতেই নয় বরং নৈতিক পরাজয় হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, রাষ্ট্র যদি তার শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা না দিয়ে, শিক্ষা গ্রহণের জন্য সকল পথ যদি মসৃণ করার উদ্যোগ না নেয়, পরিবহন মালিকদের খুশি করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সেই রাষ্ট্রের পরিচালক সরকার দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। যে পরিণতি দেশের সকল নাগরিকের জন্যই অশনিসংকেত।

বিবৃতিতে বলা হয়, অভিলম্বে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সকল গণপরিবহনে হাফ পাস নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইনের মাধ্যমে কার্যকর করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *