Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নাসিক’কের মেয়র পদে মনোনয়ন ফরম নিলেন বিএনপির নেতা তৈমুর

নাসিক’কের মেয়র পদে মনোনয়ন ফরম নিলেন বিএনপির নেতা তৈমুর

এপিপি বাংলা : শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে ভোটযুদ্ধে নেমেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

সোমবার দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের পর উপস্থিত গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

তিনি বলেছেন, জাতির এ অসময়ে আমি কর্তব্য ও দায়িত্ববোধ থেকে নির্বাচনে এসেছি, সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন করছি। যারা নারায়ণগঞ্জকে নেতৃত্ব দিতেন, যারা  নারায়ণগঞ্জের মানুষকে আগলে রাখতেন- সেই একেএম সামসুজ্জোহা, জালালউদ্দিন আহমেদ (সাবেক এমপি), আলী আহমেদ চুনকা (সাবেক পৌর চেয়ারম্যান), একেএম নাসিম ওসমান, নাজিম উদ্দিন মাহামুদ (সাবেক পৌর পিতা), কমান্ডার সিরাজুল ইসলাম (সাবেক এমপি) আজ দুনিয়াতে নেই। আর তাই আমি মনে করি- এই নারায়ণগঞ্জবাসীর জন্য আজ আমাকে প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় রাজনীতি ও নারায়ণগঞ্জের রাজনীতি ভিন্ন। এই শহরের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দরকার, নাগরিক সুবিধা দেওয়া নাসিকের দায়িত্ব।

এ সময় নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী ও স্থানীয় এমপি শামীম ওসমানকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মেয়র ও এমপির মুখোমুখি অবস্থানের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় যদি আমি নীরব থাকি তবে বিবেকের কাছে দায়ী থাকব।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ২৮ ডিসেম্বর। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *