Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বন্দি নির্যাতনে ৫ কারা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

বন্দি নির্যাতনে ৫ কারা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

এপিপি বাংলা : কারাগারে বন্দিকে নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলামসহ পাঁচ কারা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে।

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

মামলায় অন্য চার বিবাদী হলেন- চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মোতাহের হোসাইন রাসিপ গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে কারা হেফাজতে কয়েদি মো. শামীমকে নির্যাতনের অভিযোগে গত ২৫ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলা দায়ের করা হয়। আদালত নালিশি মামলাটির শুনানি শেষে ৩০ নভেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেন। কিন্তু আদালত আদেশ দেন ৬ ডিসেম্বর।

ওই দিন মামলাটি উপর্যুক্ত আদালতে দাখিলের আদেশ দেওয়া হয়। এরপর সোমবার মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলা আমলে নিয়ে এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা দিয়ে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন।

জানা গেছে, মো. শামীম নামে একজন একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০০৪ সাল থেকে কারাগারে রয়েছেন। গত ১৭ জুলাই পর্যন্ত তিনি কারাগারের ভেতরে মেডিকেল তথা ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন। এরই মধ্যে ১২ জুলাই শামীম কারাবিধি অনুযায়ী ডায়েট না দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তাকে সুবেদার এমদাদ হোসেন মারধর করেন। এরপর ১৭ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী শামীমকে কারাগারের ভেতর আমগাছে বেঁধে মারধর করেন এবং একই দিন তাকে কুমিল্লা কারাগারে পাঠিয়ে দেন। কুমিল্লা কারাগার থেকে নির্যাতনের বিষয়টি শামীম ফোন করে তার স্ত্রীকে জানান।

নির্যাতনের বিষয় অবহিত করে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২২ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন শামীমের স্ত্রী পারভীন। এরপর গত ২৫ নভেম্বর তিনি আদালতে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *