Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিদ্রোহীদের জোয়ারে বিজয়নগরে নির্বাচনের মাঠ চাঙ্গা

বিদ্রোহীদের জোয়ারে বিজয়নগরে নির্বাচনের মাঠ চাঙ্গা

বিজয়নগর প্রতিনিধি : ২৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার অনুষ্ঠিত ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন বঞ্চিত জনগণের প্রত্যাশীত প্রার্থীদের কারনে জমে উঠেছে নির্বাচনীয় মাঠ।

উপজেলায় ১০ টি ইউনিয়নের আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশী অনেক হেবিওয়েট প্রার্থী ও অনেক সাবেক চেয়ারম্যান মনোনয়ন বঞ্চিত হয়ে জনগনের চাপে নির্বাচনের মাঠে শক্ত অবস্থান করছেন বলে জানান।

মনোনয়ন বঞ্চিত হয়ে ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছে বুধন্তি ইউনিয়নে সদ্য সাবেক আওয়ামীলীগে নেতামোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন, ইছাপুরা ইউনিয়নে, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদ্য সাবেক আহবায়ক বর্তমান চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল,উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, চম্পকনগর ইউনিয়নে চম্পকনগর ইউনিয়ন আওয়াীলীগের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, পত্তন ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদ্য সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,সদ্য সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য সামসুল আলম মেম্বার,চর ইসলামপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের সদ্য সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ছানাউল্লাহ; বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো জামাল উদ্দিন ভূইয়া,হরষপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক কোষাধ্যক্ষ রাজিব চন্দ্র বনিক, আওয়ামীলীগের সদ্য সাবেক নেতা মোঃ শাহজাহান; পাহাড়পুর ইউনিয়নে সদ্য সাবেক পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম অলি আহমেদ, সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন মলাই এবং সিঙ্গারবিল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদ্য সাবেক উপ-দপ্তর সম্পাদক আল-আমিন ভূইয়া।

এছাড়াও আওয়ামীলীগ বিদ্রোহী চান্দুরা ইউনিয়ন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ফায়েজ,বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামীলীগের নেতা মোঃ জসিম উদ্দিন চৌধুরী,চম্পকনগর ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য সাবেক সভাপতি ইউসুফ আলী ভূইয়া,বিএনপির নেতা মোঃ সিরাজুল ইসলাম,স্বতন্ত্র মোঃ আক্তার হোসেন, বুধন্তী ইউনিয়নে কাজী সাইদুল হক,বিএনপি নেতা মোঃ মাহবুবুল আলাম,চান্দুরা ইউনিয়নে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরুল হক নিয়াজ,সাবেক ৭ বারের মেম্বার মোঃ মারফত আলী,প্রবাস ফেরত বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া,বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মনোনীত সঞ্জয় রায় পোদ্দার,সিংগারবিলের স্বতন্ত্র মোঃ ফজলুল হক নির্বাচনের মাঠে ফলাফল রদবদল ভূমিকা করতে পারে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ ভোটারের সাথে আলোচনা করে জানা যায়, ভোটাররা এবার প্রতিক দেখে নয় প্রার্থীদের চারিত্রিক ও ইউনিয়নকে ন্যায় বিচারের মাধ্যমে শান্তিশৃঙ্খলা সাথে স্থানীয় পর্যায়ে উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীকেই বিজয়ী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *