Thursday, December 7, 2023
Home > খেলাধূলা > ৩১ বছর পর শিরোপা জিতল আবাহনী

৩১ বছর পর শিরোপা জিতল আবাহনী

এপিপি বাংলা : বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে ৩১ বছর পর স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। সর্বশেষ ১৯৯০ সালে এ শিরোপা জিতেছিল ধানমন্ডির ক্লাবটি।

শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আবাহনী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের আক্রমণের ধারও বাড়তে থাকে। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট পর্যন্ত।

আবাহনীর জয়ে প্রথম গোল করেন ফরোয়ার্ড রাকিব হোসেন। বল ধরতে এসে পড়ে যান বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো। সুযোগ বুঝে শুয়ে পড়ে বাঁ পায়ের প্লেসিং শটে বল জালে জড়ান রাকিব হোসেন (১-০)।

মিনিট সাতেক পর জয়ের ব্যবধান দ্বিগুণ করেন কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস। দুই গোল হজম করে খেই হারিয়ে ফেলে বসুন্ধরা কিংস। আক্রমণের ধার বাড়ানোর বদলে উল্টো তৃতীয় গোল হজম করে তারা।

৭১ মিনিটে কর্নার থেকে রাফায়েল অগোস্তোর শট মিলাদ শেখ সোলাইমানির হেড ডরিয়েলটন গোমেজের সামনে এসে পড়।  এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট করে গোল নিশ্চিত করেন। টুর্নামেন্টে সর্বাধিক চার গোল করেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *