এপিপি বাংলা : বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বুধন্তী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ঘুরি প্রতিকের মেম্বার প্রার্থী মোঃ নুরুল ইসলামকে গুরুত্বর আহত অবস্থা প্রথমে প্বার্শবর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত মেম্বার মোঃ নুরুল ইসলামের ভাতিজা মোঃ রহমত আলী জানান, আমার কাকা বয়স্ক মানুষ মেম্বার পদপ্রার্থী প্রতিদিনের মত গতকাল বৃহঃপতিবার বাদ এশার দিকে গ্রামের পূর্ব পাশে গণসংযোগ করতে গেলে কে কাহারা ফিছন থেকে হঠ্যাৎ এসে এল্যোপাতারি হামলা করলে সে পরে গিয়ে জ্ঞান হারালে দুষ্কৃতকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। রাতের বেলায় স্থানীয় লোকজন পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সততা নিশ্চিত করে জানান,মেম্বার প্রার্থী নুরুল হক বয়স্ক মানুষ,ওনি বলতে পারছে না ওনাকে কে বা কাহারা আক্রমণ করছে।আমরা বিষয়টি খুঁজখবর নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।