Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ৫ শতাধিক পর্যটক নিয়ে কর্ণফুলী এক্সপ্রেস আটকা

৫ শতাধিক পর্যটক নিয়ে কর্ণফুলী এক্সপ্রেস আটকা

এপিপি বাংলা : কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরারটেক চ্যানেলে ৪ ঘণ্টার বেশি সময় আটকা ছিল পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস।

সেন্টমার্টিন থেকে কক্সবাজারে আসার পথে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোর ৪টার পর তীরে ফিরেছে জাহাজটি।

জাহাজটি আটকেপড়ার বিষয়টি স্বীকার করেছেন জাহাজের ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি বলেন, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে রওনা দেয় জাহাজটি। স্বাভাবিকভাবে রাত ১১টা থেকে রাত ১২টার মধ্যে জাহাজ কক্সবাজারে পৌঁছার কথা। কিন্তু ভাটার কারণে ডুবচরে আটকা পড়ে জাহাজটি। পরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে বৃহস্পতিবার ভোর ৪টায় জাহাজটি তীরে আসে।

এ সময় কোনো পর্যটক ভোগান্তির স্বীকার হয়নি দাবি করে তিনি বলেন, আমরা যাত্রীদের  জন্য ফ্রিতে খাবার ও পানি সরবরাহ করছি।

তবে ওই জাহাজের যাত্রী মঈন উদ্দিন ও মো. রফিকুল ইসলামের দাবি, জাহাজটি রাত ১০টার দিকে আটকা পড়ে এবং অনেক চেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৪টায় ঘাটে এসে পৌঁছায়। খাবার ও পানি সরবরাহের কথা স্বীকার করলেও জাহাজ আটকে পড়ায় অনেক পর্যটকই ভয়ে কান্নাকাটি করেছিল বলে জানান তিনি। ভাড়া নয়, ইঞ্জিনের ত্রুটির কারণে জাহাজ আটকা পড়েছিল বলে দাবি তাদের।

ট্যুর অপারেটর রিপন বলেন, জাহাজে আমার বেশ কয়েকজন পর্যটক ছিলেন। যারা সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে শহরের বিআইডব্লিউ ঘাটে পৌঁছার কথা ছিল। কিন্তু আটকে পড়ায় রাতে জাহাজ থেকে ফোন করে যাত্রীরা কান্নাকাটি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *