মোঃ সেলিম চৌধুরী : না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, সংগঠক মোঃ দুলাল মিয়া । বৃহস্পতিবার ভোর রাত সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। মোঃ দুলাল মিয়া স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর টায় বিজয়নগরের চম্পকনগর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে বাবা কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মোঃ দুলাল মিয়া বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।এবং সে চম্পকনগর বাজারে মেসার্স দুলাল এন্টারপ্রাইজের মালিক ছিলেন।তার একমাত্র ছেলে মোঃ হৃদয় আহামেদ বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তার নামাজের জানাযায় বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া,জেলা যুবলীগের সভাপতি এডঃ শাহনুর ইসলাম,সাধারণ সম্পাদক এডঃ মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস, কেন্দ্রিয় যুবলীগ নেতা সৈয়দ মোঃ মহসিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃধা,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শোভন,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা,বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ররফিকুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ রাসেল খাঁন,বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর আহবায়ক এস এম কামরুল হাসান শান্ত, উপজেলা বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান,জেলা, উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীসহ কয়েক হাজার মানুষ।
জানাযা শেষে উপজেলা যুবলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পঅর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
মোঃ দুলাল মিয়ার মৃত্যুতে উপজেলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেকে শোক জানানো হয়।