এপিপি বাংলা : আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।
দুর্দান্ত বোলিং নৈপুণ্যের কারণে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে তার জায়গা হলেও সেই তালিকায় নেই সাকিব-মুশফিকদের কেউই। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ ভারতের কোনো ক্রিকেটারও জায়গা পাননি এই একাদশে। সেই সঙ্গে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড দল থেকেও কেউ জায়গা পাননি বর্ষসেরাদের এই তালিকায়।
আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ
জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হেইজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদি।
Like & Share