Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার রাতে প্রথম প্রহরে স্বাস্থ্যবিধি মেনে বিজয়নগর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে নির্মিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব, স্কাউট কমিটি সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে শহীদ মিনার এলাকা মুখরিত হয়ে উঠে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহাম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ জহিরুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক এডঃ তানবীর ভূঞা, সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃর্ধা, মোঃ জহিরুল ইসলাম সোহেল (ভিপি সোহেল) প্রফেসর এনামুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া উদ্দিন প্রান্টুস, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল,সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক রাসেল খাঁন,সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সুর্নিমল সাহা,উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম দেওয়ান, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ কামরুল হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন আলী,সহ-সভাপতি কাজী আল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সোহেল,দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *