Wednesday, November 29, 2023
Home > বিশেষ সংবাদ > বিজয়নগরে বাঘের ছানা উদ্ধার

বিজয়নগরে বাঘের ছানা উদ্ধার

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাঘের ছানার মত দেখতে এক বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া আমতলী গ্রামের মৃত: শরীয়ত উল্লাহর ছেলে মোঃ আব্দুর রহমান (৩৮) এই বন্য প্রাণীটি উদ্ধার করেন ।

সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রহমান তার শশুড়বাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে সন্ধা ৭ টার সময় বেড়াতে গেলে এক নির্জন স্থানে এই ছানাটি পরে থাকতে দেখতে সে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। বাঘের ছানার উদ্ধারের খবর পেয়ে এলাকার লোকজন তাঁর বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়।

আব্দুর রহমান জানান, এই ছানাটি বন্য প্রাণী, দেখতে বাঘের ছানার মত হওয়ায় যে কেউ মেরে ফেলতে পারে তাই আমি ছানাটিকে আমার বাড়িতে নিয়ে আসছি। ছানাটি মাংস আর দুধ ছাড়া কিছু খাই না। আমি গরীব মানুষ, উক্ত ছানার খাবার যোগাড় করতে পারব না। তাই বন্য প্রাণীটির সু রক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি জেনেছি এবং বন্য প্রানীর সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *