বিজয়নগর প্রতিনিধি : সারা দেশের ন্যায় বিজয়নগরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের আয়োজেন ও উপজেলা প্রশাসেনর সহযোগিতায় বৃহঃবার (১০ মার্চ) বিজয়নগর উপজেলা প্রাঙ্গণে র্যালীর এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়।
র্যালী শেষে উপজেলার খেলার মাঠে ফায়ার সার্ভিস এর অংশ্রগ্রহনে অগ্নিনিবারণ বিষয় পরামর্শ প্রদান ও প্রদর্শনী উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিল উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহাম্মেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, উপজেলা কৃষি অফিসার সাব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শাহনুর জাহান, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শাস্ত,নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম,শিক্ষা অফিসার আব্দুল জলিল,সমাজ সেবা কার্যালয় কর্মকর্তা আফরোজা বেগম,জনস্বাস্থ্য কর্মকর্তা ইঞ্জিনিয়ান মোঃ আমান উল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।