বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী তার মা’র সাথে চান্দুরা ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
আজ ২২ মার্চ মঙ্গলবার উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামে দুপুর ১ ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা ভিকটিম ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়,উপজেলা চান্দুরা ইউনিয়ন এর আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে মোঃ রাষ্টু মিয়া (৩২) সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মা’র সাথে চান্দুরা ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান,সাতগাঁও গ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া একটি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এর মধ্যেই অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।