এপিপি বাংলা : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা বলেছেন, ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে আলোচনার সময় ইউক্রেনের প্রতিনিধিরা কিছু পান বা খাওয়া থেকে বিরত থাকুন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কুবেলা বলেন, আলোচনার সময় পান করা বা খাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি কোনো কিছু ধরা থেকেও আমাদের প্রতিনিধিদের বিরত থাকতে হবে।
এদিকে, মাসব্যাপী যুদ্ধের অবসানের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৯ মার্চ) বৈঠক বসেছে রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা। দুই দেশের কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী দেশ দুটির মধ্যে মুখোমুখি আলোচনা হবে। ইতোমধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠককে সামনে রেখে এরদোয়ান বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয় রাষ্ট্রই তুরস্কের মূল্যবান বন্ধু। আমার আশা আমাদের আয়োজন নেতাদের আলোচনায় অগ্রগতি আনবে।
তিনি বলেন, উভয় পক্ষেই উদ্বেগ আছে। কিন্তু রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনার ফলাফল বের করে আনতে হবে।