এপিপি বাংলা : বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৩ এপ্রিল দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ এর সঞ্চালনায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন,বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী,সহকারী কমিশনার ভূমি রাবেয়া আসফার সায়মা, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাছুম,কৃষি অফিসার মোঃ সাব্বির আহামেদ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত,পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার রহমান ভূইয়া, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল,চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম,স্যানেটারি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,এস আই মোঃ তৌহিদ,চম্পকনগর বাজার কমিটির সভাপতি মোঃ রমজান,নিদারাবাদ বাজারের প্রতিনিধি আব্দুল মান্নান প্রমুখ।
আলোচনায় বাজার দর এর তালিকা টাঙানো বাধ্যতামূলক বাস্তবায়ন,অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ,পচা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি নিয়ন্ত্রণ,গোদামে অতিরিক্ত মজুদ নিয়ন্ত্রণ ও রমজান মাসে সুন্দর ভাবে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে যানযট ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে যথাযথ ভাবে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।