এপিপি বাংলা : বানভাসি মানুষের পাশে দাড়াতে ঢাকা থেকে সিলেট ছুটে গিয়েছেন জমিয়ত মহাসচিব শায়খুল হাদীস ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম সহ জমিয়ত নেতৃবৃন্দ। আজ সিলেটের বালাগঞ্জ সহ বিভিন্ন স্পটে জমিয়ত নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান কেন্দ্রিয় জমিয়ত শিল্প ও বানিজ্য সম্পাদক হাজী ইমদাদুল হক, সিলেট জেলা জমিয়তের যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা অাব্দুস সালাম। কুমিল্লা জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কুমিল্লা মহানগরী জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইজহারুল হক সিরাজী, ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনান সাংগঠনিক সম্পাদক আরাফাত আল মিসবাহ প্রমূখ।
বন্যা কবলিত মানুষের পাশে জমিয়তের এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।