Tuesday, May 30, 2023
Home > স্বাস্থ্য > করোনা প্রতিরোধে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেয়া হবে

করোনা প্রতিরোধে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেয়া হবে

এপিপি বাংলা : মহামারি করোনা প্রতিরোধে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেয়া হবে। এজন্য জন্ম নিবন্ধন ব্যবহার করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তাই যাদের জন্ম নিবন্ধন নাই, তাদের এটি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া কোরবানির পশুর হাট স্বাস্থ্য বিধি মেনে করারও আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ রেডি টু ইউজ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এই নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ দাঁড়ালো ৬ কোটি ৮০ লাখের বেশি।

এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, ডোজগুলো বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার প্রচারণা সম্প্রসারণ এবং কোভিড-১৯ থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।

মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *