Wednesday, November 29, 2023
Home > খেলাধূলা > মালয়েশিয়া সাথে বাংলার মেয়েদের সিরিজ জয়

মালয়েশিয়া সাথে বাংলার মেয়েদের সিরিজ জয়

এপিপি বাংলা : দ্বিতীয় প্রীতি ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬-০ গোলে জেতায় গোলাম রব্বানী ছোটনের দল সিরিজ জিতে নিয়েছে ১-০ ব্যবধানে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার বাংলাদেশ আগের একাদশ নামালেও মালয়েশিয়া শুরু করেছিল ৫টি পরিবর্তন এনে। আর সেখানে তারা সফল।

রক্ষণ জমাট ছিল মালয়েশিয়ার। বাংলাদেশের কেউ একজন বল নিয়ে ঢুকলেই একাধিক খেলোয়াড় তাকে বাধা দিয়েছেন। বল কেড়ে নিয়ে বিপদমুক্ত হয়েছে। স্বাগতিকদের সুযোগ তৈরি হলো বেশ কিছু। কর্নার মিলল ১৭টি। কিন্তু রক্ষণের চাদরে নিজেদের মুড়িয়ে রাখা অতিথিদের জালে বল পাঠাতে পারল না বাংলাদেশ।

ম্যাচে ১৮ কর্নার পেয়েও মনিকা-সাবিনারা গোল করতে পারেননি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আগামী অগাস্টে মাঠে গড়াবে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ দলকে দুই রূপে দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *