Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এপিপি বাংলা : দেশের যুবদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ঢাকার সাভারে প্রতিষ্ঠিত শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি আজ শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটে আয়োজিত ৫ দিনব্যাপী জাতীয় যুব বিনিময় সভা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিরামহীনভাবে কাজ করে চলেছেন। উন্নত বাংলাদেশ বিনির্মানের অন্যতম সহায়ক শক্তি হচ্ছে বাংলাদেশের বিপুল যুবশক্তি। আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর আওতায় রয়েছি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে আমরা শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠা করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। আমরা ইতিমধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ৩.৩৮ একর জমি গ্রহণ করেছি। আমরা বিশ্বমানের কোর্স কারিকুলাম প্রনয়ন করছি। অচিরেই এ ইনস্টিটিউট হতে এমফিল, এম,এস ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি প্রদানসহ জাতীয় ও আন্তর্জাতিক যুব সমাবেশ, ইয়ুথ একচেঞ্জ, যুব বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম বিষয়ক কর্মকান্ড শুরু হতে যাচ্ছে। যুব বিষয়ক বিভিন্ন প্রকাশনা ও গবেষণার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অচিরেই এ ইনস্টিটিউটটি বাংলাদেশের যুব বিষয়ক একটি আন্তর্জাতিকমানের যুগোপযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়ে বাংলাদেশের জন্য গৌরবের একটি প্রতিষ্ঠানে পরিনত হবে।

ইতিমধ্যে ইন্সটিটিউটে ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন আইসিটি, ডিপ্লোমা ইন ওয়েব এপ্লিকেশন, ডিপ্লোমা ইন টুরিজম বিষয়ক কোর্স চালু করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

পদ্মা সেতুর দক্ষিণাঞ্চলে যুবদের উৎপাদিত পণ্যে বাজারজাত করনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী যুবসমাজকে বন্যা দুর্গতের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, করোনা মহামারীসহ প্রতিটি দুর্যোগ মোকাবেলায় আমাদের যুবসমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।

শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ইন্সটিটিউট এর রেজিস্ট্রার (যুগ্ম সচিব), মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইন্সটিটিউটের উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে ২০০ এর অধিক যুব সংগঠকগন যুব মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *