Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নোয়াখালীতে নামাজে গিয়ে রিকশা হারানোতাজুল ইসলামকে রিক্সা দিয়েছেনপীর সাহেব চরমোনাই

নোয়াখালীতে নামাজে গিয়ে রিকশা হারানোতাজুল ইসলামকে রিক্সা দিয়েছেনপীর সাহেব চরমোনাই

এপিপি বাংলা : নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের বাসিন্দা রিকশা চালক তাজুল ইসলাম এক মাসের অধিক সময় যাবৎ রিক্সা হারিয়ে যখন আয় উপার্জন হীন হয়ে দুশ্চিন্তায় ছিলেন তখন তাঁর এই দুঃসংবাদ জানতে পেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ ৩ জুলাই, রবিবার, নোয়াখালী সফরে গিয়ে বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলামকে একটি রিক্সার ব্যবস্থা করে দিয়েছেন।

দুশ্চিন্তা থেকে মুক্ত করতে পীর সাহেব চরমোনাই একটি রিক্সার ব্যবস্থা করায় রিক্সা চালক তাজুল ইসলাম পীর সাহেব চরমোনাই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করেন।

উল্লেখ্য-নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম গত ২৫ মে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে এসে দেখেন তাঁর রিকশা নেই। চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলাম।

রিকশা চালক তাজুল ইসলাম বলেন, কোনো দিন কারও কাছে হাত পাতিনি। এখন সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি। সামনে ঈদ। কীভাবে কী করব বুঝতে পারছে না। ৬ মেয়ে আর এক ছেলেকে নিয়ে আমার সংসার। ৩০ বছর ধরে প্যাডেল রিকশা চালাচ্ছি। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হতো। রিকশা চালিয়েই মেয়েদের বিয়ে দিয়েছি। একমাত্র ছেলেটা প্রতিবন্ধী। তার বয়স ৪৫ বছর।

তিনি আরও বলেন, ডান চোখেও দেখতে পাই না। মেয়েদের বিয়ে দিয়েছি অনেক কষ্টে। মেয়েদের বিয়ে এবং গত এক মাস রিকশা চালাতে না পেরে ধার করায় লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে। শরীরটাও ভালো না। সব কিছু মিলিয়ে শারীরিক এবং মানসিক চাপে দিন কাটছে। রিকশাটা পেলে দিন এনে দিন খেতে পারতাম। এখন না খেয়ে মরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *