Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয়নগরে বিদ্যুৎ এর লোডশেডিং, কতৃপক্ষের অজুহাত!

বিজয়নগরে বিদ্যুৎ এর লোডশেডিং, কতৃপক্ষের অজুহাত!

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে বিজয়নগরে এজিএম (ওএন্ডএম) মোঃ জহিরুল ইসলাম এর সাক্ষরিত এক চিঠিতে লোডশেডিং এর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

মিডিয়া কর্মীদের প্রেরিত চিঠির ব্যাখ্যায় উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে আমাদের মত উন্নতশীল দেশে এমনকি উন্নত বিশ্বেও বিদ্যুৎ সরবরাহ মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে।

চিঠিতে আলো উল্লেখ করেন, বিজয়নগর উপজেলায় দিনের বেলায় বিদ্যুৎ এর সর্বোচ্চ চাহিদা ১৩ মেগাওয়াট যার বিপরীতে যাওয়া যায় ৭ মেগাওয়াট। রাতের বেলায় চাহিদা ১৭ মেগাওয়াট পাওয়া যায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ।

সাময়িক এই সংকট কাটিয়ে উঠতে সরকরসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি অনুধাবন করে এ সংকট মোকাবেলায় সবাই এগিয়ে আসতে হবে। বিদ্যুৎ এর ক্রান্তিকালে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহবান করেছে চিঠিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *