Wednesday, October 4, 2023
Home > আন্তর্জাতিক > ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে মিসাইল মোতায়েন করেছে রাশিয়া!

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে মিসাইল মোতায়েন করেছে রাশিয়া!

এপিপি বাংলা : রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে মিসাইল মোতায়েনের অভিযোগ উঠেছে। কিয়েভের নিউক্লিয়ার এজেন্সির একজন কর্মকর্তা এই অভিযোগ করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ওই পারমাণবিক কেন্দ্রকে রাশিয়া অস্ত্র ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এসব অস্ত্রের মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে। সেখান থেকেই ইউক্রেনের আশেপাশের অঞ্চলে রাশিয়া হামলা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সমগ্র ইউক্রেন যখন বিমান হামলার সতর্কতায় রয়েছে, তখনই এই অভিযোগ উঠল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারগোআটমের প্রেসিডেন্ট পেদ্রো কোটিন বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি ‘ভীষণ অস্থির’, পাঁচশ’ রুশ সেনা ওই প্ল্যান্ট নিয়ন্ত্রণ করছে।

এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দখলকাররা তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অস্ত্র সেখানে নিয়ে এসেছে। যেখান থেকে তারা ইতোমধ্যেই দিনিপ্রো নদীর ওপারে এবং নিকোপোল অঞ্চলে গোলা বর্ষণ করেছে।

ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত ওই পারমাণবিক কেন্দ্র আগ্রাসনের শুরুর দিকেই দখলে নেয় রাশিয়া। যদিও ইউক্রেনের নিয়োগ দেওয়া কর্মীরাই ওই পারমাণবিক কেন্দ্র পরিচালনা করছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *