এপিপি বাংলা : সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারের সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ।
২৯ সেপ্টেম্বর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক লিটন রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত সামরিক বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত ১৬ জুলাই সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার তার নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে যুবলীগকে নিয়ে অসচেতন ভাবে বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব্যে অনুশোচনাসহ দুঃখ প্রকাশ করিয়া জেলা যুবলীগের বরাবর ক্ষমা প্রার্থনা করেন।
তাই তার উক্ত সামরিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে পূর্ণবহাল প্রদান করে তার গতিশীল নেতৃত্বে যুবলীগ আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
এবিষয়ে সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফৈরদৌস ও যুবলীগের সকল নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।