Monday, May 29, 2023
Home > আন্তর্জাতিক > এবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

এবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

এপিপি বাংলা : রাজধানী কিয়েভের নানা প্রান্তে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। দীর্ঘ সাত মাসের এই যুদ্ধে গত সোমবার ভয়াবহ এই হামলা চালায় রাশিয়া। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আহত হয়েছে আরও শতাধিক।রাশিয়ার এই নজিরবিহীন এই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। এরই মধ্যে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

পশ্চিমা দেশগুলোর ন্যায় এ ঘটনায় এশিয়ার দেশ ভারতও বিবৃতি দিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল।

তার কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘে রাশিয়া-বিরোধী প্রস্তাবে ভোট দিল নয়াদিল্লি।ইউক্রেনের চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সংযুক্তির নিন্দা প্রস্তাবের খসড়া জাতিসংঘে প্রস্তুত করা হয়েছিল। রাশিয়া সেই প্রস্তাবে ভোটাভুটির জন্য গোপন ব্যালটের দাবি জানায়। রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করে গোপন ব্যালটের বিরুদ্ধেই ভোট দিয়েছে ভারতসহ শতাধিক দেশ।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *