এপিপি বাংলা : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক মোবারকপুরির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস হাফিজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরি। প্রধান আকর্ষণ ছিলেন আওলাদে রাসুল সাঃ সায়্যিদ মাওলানা মওদুদ মাদানী ভারত।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি শায়খুল হাদীস হাজী মাওলানা ইমদাদ উল্লাহ, বেফাক সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা নাসিম আরাফাত, সিলেট জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরি,সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা মাসুক আহমদ সালামী, সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান,মাওলানা এম এ সালাম,মাওলানা আব্দুল কাদির হোসাইনী,মাওলানা নুরুল হক বিশ্বনাথী, মাওলানা আব্দুস সোবহানন হাফিজ রষিদ আহমদ মাওলানা আব্দুস সালাম,মাওলানা আবদুল বাছিত, মাওলানা হাসান আহমদ,মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী, মুফতি মাওলামা জাকারিয়া মাহমুদ,মুফতী মুশতাক ফোরকানী,মাওলানা মাহমুদ হাসান বড়বন্দী,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ,খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সিলেট মহানগর সাধারন সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা নিয়ামত উল্লাহ ফরিদী,মাওলান সৈয়দ ছলিম কাসিমী,মাওলানা কবির আহমদ খান, মাওলানাআহমদ জাকারিয়া, শাহিদ হাতিমী,কায়সান মাহমুদ, খালেদ মাহমুদ,সালমান আহমদ,রেজাউর রহিম উসামা,মিজানুর রহমান, মিনহাজ চৌধুরী,আশরাফ হোসেন, বদরুল হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলান আবু বকর সিদ্দিক সরকার।
সভায় বক্তারা বলেন, মুফতি ওয়াক্কাস শত প্রতিকূলতার মাঝেও অবিচল ও দৃঢ়তার সঙ্গে ইসলাম ও মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করেননি। তার আদর্শ সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি উলামায়ে কেরামের মুখপাত্র ছিলেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আওলাদে রাসুল সাঃ সায়্যিদ মাওলানা মওদুদ মাদানী।