appbangla.com
  • হোম
    • যোগাযোগ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশেষ সংবাদ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • খেলা
  • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মিডিয়া

এমনেস্টির রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভীষিকাময় চিত্র

23/5/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
লন্ডন: লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টে বাংলাদেশে গত বছর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভীষিকাময় চিত্র তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এ রিপোর্টে বলা হয়, বিগত বছর দেশটিতে ৩০ জন বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছে এবং কমপক্ষে ১০ জন গুম হয়েছে। নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করা হচ্ছে। রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। মহিলাদের ওপর বিভিন্ন ধরনের সহিংসতা অব্যাহত রয়েছে। সরকার বাঙালি বসতি স্থাপনাকারীদের হামলা থেকে উপজাতিদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। অগ্নিকান্ডে ১১১ পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছে।
কর্মকর্তারা ভবন ত্যাগের অনুমতি না দেয়ায় এসব শ্রমিক মারা গেছে। সাম্প্রদায়িক হামলায় ২০টির বেশি বৌদ্ধমন্দির ও  বৌদ্ধবিহার, একটি হিন্দু মন্দির, বৌদ্ধদের বেশকিছু ঘরবাড়ি ও দোকানপাট ভস্মীভূত হয়েছে। একজনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে এবং কমপক্ষে ৪৫ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারিতে বলেছিলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। গত ডিসেম্বরে বিরোধী দলগুলো দিনব্যাপী হরতাল পালনের চেষ্টা করলে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৪ জন নিহত হয় এবং কয়েক ডজন বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়।
জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি তাদের নেতৃবৃন্দের মুক্তি দাবি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি করছে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপের সদস্যরা বিরোধী দলের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং একজন পথচারীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে।
গত বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সরকার সাড়া দানে ব্যর্থ হলে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণ সহায়তা বাতিল করে। পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত থাকায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান চালাচ্ছে। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যাকান্ডের বিরুদ্ধে সরকার ভারতের কাছে উদ্বেগ প্রকাশ অব্যাহত রেখেছে।
বিচারবহির্ভূত হত্যাকান্ডে গত বছর বাংলাদেশে কমপক্ষে ৩০ জন বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছে। পুলিশ দাবি করছে যে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এসব লোক নিহত হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট পরিবারগুলো দাবি করছে, সাদা পোশাকের লোকজন গ্রেফতার করার পর তাদের হত্যা করা হয়। সাদা পোশকধারীরা নিজেদের হয়তো র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) বা পুলিশের লোক বলে পরিচয় দিয়েছে। এসব হত্যাকান্ডের জন্য কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি।
র‌্যাব গত বছরের ১২ সেপ্টেম্বর কুষ্টিয়ায় কৃষক আতাউর রহমানকে (তোফা মোল্লা) গুলি করে হত্যা করে। র‌্যাব দাবি করেছে, ‘ক্রসফায়ারে’ আতাউর রহমান নিহত হয়েছে। অন্যদিকে আতাউরের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগের দিন সন্ধ্যায় র‌্যাব তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। তার শরীরে গুলির তিনটি ক্ষত দেখা যায়। দুটি ক্ষত ছিল পিঠে।
নির্যাতন ও দুর্ব্যবহার: পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো আটককৃতদের ওপর নির্যাতন চালায় এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। বন্দিদের ওপর  নির্যাতনের জন্য দৃশ্যত আইনশৃঙ্খলা বাহিনী দায়মুক্তি ভোগ করছে। নির্যাতনের মধ্যে রয়েছে প্রহার, লাথি, খাদ্য গ্রহণ ও ঘুমাতে না দেয়া এবং ইলেক্ট্রিক শক দেয়া। অপরাধের ‘স্বীকারোক্তি’ দেয়া নাগাদ অধিকাংশ আটককৃতদের নির্যাতন করা হয়। পুলিশ ও র‌্যাব নির্যাতনের প্রমাণ গোপন রাখতে গ্রেফতারের তারিখসহ সকল রেকর্ড বিকৃত করে।
গুম: গত বছর কমপক্ষে ১০ জন গুম হয়। অধিকাংশ ক্ষেত্রে ঘটনার শিকার ব্যক্তিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকৃতদের শরীরে প্রহারে আঘাতের চিহ্ন ছিল। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল তার গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। সরকার ঘটনার তদন্ত করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বছরের শেষ নাগাদ কোনো তথ্য দেয়নি।
মহিলা ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা: মহিলারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়। এসব সহিংসতার মধ্যে ছিল এসিড নিক্ষেপ, যৌতুকের দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে হত্যা, কথিত ব্যভিচারের অভিযোগে গ্রাম্য সালিশে দোররা মারা, স্বামীর হাতে নির্যাতন এবং যৌন নিপীড়ন। গত বছরের ৯ সেপ্টেম্বর বিনা পরোয়ানায় আলেয়া বেগম ও তার কন্যাকে গ্রেফতার করা হয় এবং কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া থানায় তাদের ওপর নির্যাচন চালানো হয়। আলেয়া বেগমের মেয়ে একজন কলেজছাত্রী। দুদিন পর তাদের কুষ্টিয়া সিটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে তাদের অন্ধকার রুমে আটক রাখা হয়। কলেজছাত্রী কন্যাকে মায়ের কাছ থেকে পৃথক করা হয় এবং পুলিশ এ কলেজ ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালায়। আদালতে হাজির হওয়ার পর  ১৮ সেপ্টেম্বর তাদের মুক্তি দেয়া হয়। স্থানীয় একটি পত্রিকায় তাদের ওপর নির্যাতনের সংবাদ প্রকাশিত হলে ২৬ সেপ্টেম্বর ফের আলেয়া বেগম ও তার মেয়েকে গ্রেফতার করা হয়।
শ্রমিকদের অধিবার: স্বল্প বেতন ও কাজের অসন্তোষজনক পরিবেশের প্রতিবাদে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামলে নেতৃবৃন্দকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হয়। এতে একজন নিহত হয়। গত বছরের ৪ এপ্রিল শ্রমিক নেতা আমিনুল ইসলাম নিখোঁজ হন। একদিন পর ঢাকার গাবতলীতে তার লাশ পাওয়া যায়। আমিনুলের পরিবার তার লাশে নির্যাতনের প্রমাণ দেখে বিশ্বাস করছে যে, নিরাপত্তা বাহিনী তাকে অপহরণ করেছে। ট্রেড ইউনিয়ন তৎপরতায় জড়িত থাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা তাকে আগেও গ্রেফতার করেছিল। অগ্নিকান্ড এবং অন্যান্য আঘাতে কমপক্ষে ১১১ পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছে। ঢাকার সাভারে গত বছরের নভেম্বরে তাজরিন ফ্যাশন্সে অগ্নিকান্ডের সূচনা হলে কর্মকর্তারা বের হতে না দেয়ায় এসব শ্রমিকের মৃত্যু হয়।

0 Comments

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তান্ডবে ২০ শিশুসহ নিহত ৯১

21/5/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
ওয়াশিংটন: টর্নেডোর ভয়াবহ ছোবলে তছনছ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের উপকণ্ঠ। ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে আঘাত হানা এ বিধ্বংসী টর্নেডোতে অন্তত ২০ শিশুসহ ৯১ জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো অন্তত ১২৫ জন। ওকলাহোমা অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলেছেন, নগরীর দক্ষিণে মুর এলাকাটি রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে। টর্নেডোর আঘাতে কয়েকটি স্কুল মাটির সঙ্গে মিশে গেছে।
প্রাকৃতিক এ বিপর্যয়ের পর পরই সেখানে উদ্ধারকাজ শুরু হয়। যারা আটকা পড়েছিল তাদের উদ্ধার করা হয়। টর্নেডোটি প্রায় ৪৫ মিনিট ধরে তান্ডব চালায়।
স্থানীয় সময় সোমবার বিকাল চারটার দিকে ওকলাহোমার শহরতলিতে, যেখানে প্রায় ৫৫ হাজর লোকের বসবাস সেখানে আঘাত হানে টর্নেডোটি।
মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে আঘাত হানা এ টর্নেডোর ব্যস ছিল অন্তত দুই কিলোমিটার।
মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা একে মহাবিপর্যয় হিসেবে ঘোষণা করেছেন।
অঙ্গরাজ্যের প্রধান মেডিকেল পরীক্ষক অফিস বলেছে, নিহতদের মধ্যে  অন্তত ২০টি শিশু রয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, টর্নেডোটির কারণে স্কুল, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধসে পড়েছে। তারা বলছেন, স্কুলের ধ্বংসস্তূপের ভেতরে অন্তত ২০টি শিশু আটকা পড়ে যাদের বয়স ৮ বছর বা তার চেয়েও কম।
বিকালে টর্নেডোর আঘাতের পর, রাতজুড়েই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। টর্নেডোর পর পরই ওকলাহোমা ন্যাশনাল গার্ডবাহিনীর দুইশ’ সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে।
টর্নেডোর কিছু সময় পরেই স্কুল থেকে নিজের সন্তানকে নিতে এসে রবার্ট রেমন্ড বলেন, টর্নেডোটি চলের যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করেন। এরপর বাইরে এসে তারা দেখতে পান, আকাশ থেকে আবর্জনার পাহাড় ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়।
জানতে পারেন, টর্নেডোর আঘাত থেকে হাসপাতাল, স্থানীয় থিয়েটার হল, স্কুল, বাড়িঘর কোনো কিছুই বাদ যায়নি। গোটা এলাকায় কেবল ধ্বংসের চিহ্ন।
আকাশ থেকে শহরতলির ভিডিও চিত্রে দেখা যাচ্ছিল বেশ বড়সড় এলাকায় ধ্বংসের ছাপ। কিছু কিছু বিল্ডিংয়ে আগুন ধরে গিয়েছে।
পুলিশ জানায়, এটি ওকলাহোমার শহরতলিতে প্রায় পৌনে ১ ঘণ্টা ধরে তান্ডব চালায়।

0 Comments

পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা নয়: নওয়াজ

14/5/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
ঢাকা: পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিদের ভারতে হামলা চালাতে দেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সরকার গঠন নিয়ে  তোড়জোড়ের মধ্যেই সোমবার ভারতীয় সংবাদপত্রকে  দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ভারতের সঙ্গে অবিশ্বাসের সম্পর্ক নিরসন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন নওয়াজ শরিফ। একইসঙ্গে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিদের ভারতে হামলা চালাতে  দেবেন না বলেও  জোর  দেন তিনি।
নওয়াজ তার শপথগ্রহণ অনুষ্ঠানে  যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে  টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু শপথ অনুষ্ঠানে মনমোহন সিংয়ের পক্ষে  যোগ  দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। তবে নওয়াজ শরিফ ভারত সফরের জন্য মনমোহন সিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক  জোরদার করতে নওয়াজ আগ্রহী হলেও পাকিস্তানের ভূখণ্ডে মার্কিন  ড্রোন হামলাকে  দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করেন। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ সমর্থনের বিষয়টি পুনর্বিবেচনা ও তালেবানদের সঙ্গে আলোচনার পক্ষে মত দিয়েছিলেন তিনি।
পাকিস্তানের নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফলাফল  ঘোষণা না করায় পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল)-এনের সরকার গঠনের  দেনদরবার পর্দার আড়ালেই চলছে। পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারকে নতুন সরকারে একই দায়িত্ব  দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বতন্ত্র সদস্যদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলেও মিত্রদের নিয়ে কোয়ালিশন সরকার গঠনেই আগ্রহী নওয়াজ।
এদিকে, খাইবার পাখতুনখোওয়া প্রদেশে মূখ্যমন্ত্রী হিসেবে আসাদ কায়সারকে মনোনীত করেছে ইমরান খানের পাকিস্তান  তেহরিক ই ইনসাফ-পিটিআই।
ভোট কারচুপির প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে ২ ঘণ্টার অবস্থান ধর্মঘট করার  ঘোষণা দিয়েছে দলটি। আগামী বুধবার নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগপত্রও দাখিল করবে পিটিআই।
এ পরিস্থিতিতে আগামী ১৯  মে করাচির একটি আসনের ৪৩টি ভোট  কেন্দ্রে পুনরায়  ভোগ্রহণের ঘোষণা দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন।

0 Comments

এবার উদ্বোধন হবে কম্ব্যাট ড্রোন ‘হামাশে’

9/5/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষণা দিয়েছে, শিগগিরি নতুন কম্ব্যাট ড্রোন উদ্বোধন করা হবে। দেশীয় স¤পূর্ণ প্রযুক্তিতে তৈরি এ ড্রোনের নাম দেয়া হয়েছে ‘হামাশে’ বা ‘বীরত্ব’। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে- বৃহ¯পতিবার আনুষ্ঠানিকভাবে এ ড্রোন উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি উপস্থিত থাকবেন। ইরান ২০১০ সালের আগস্ট মাসে কারার নামে একটি দীর্ঘ পাল্লার ড্রোন উদ্বোধন করে। ড্রোনটি ভূমিতে অবস্থিত শত্র“র লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাতে পারে এবং অত্যন্ত দ্রুতগতিতে দীর্ঘপাল্লায় উড়তে পারে। এ ছাড়া, কারার ড্রোন তথ্য সংগ্রহের কাজও করতে পারবে।
গত সেপ্টেম্বর ও ডিসেম্বরে ইরান দুধরনের ড্রোন উদ্বোধন করেছে। গত কয়েক বছরে দেশটি সামরিক খাতে যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে তারই ধারাবাহিকতায় এসব ড্রোন উদ্বোন করা হয়।

0 Comments

মার্কিন সেনাবাহিনীতে ২০১২ সালে ২৬ হাজার সদস্য যৌন হামলার শিকার

8/5/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
মার্কিন সেনাবাহিনীতে যৌন হামলার ঘটনা মহামারির মতো ছড়িয়ে পড়ছে এবং গত বছর দেশটির সেনাবাহিনীর ২৬ হাজার সদস্য যৌন হামলার শিকার হয়েছে। মার্কিন সেনাবাহিনীতে চালানো এক বলে জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে, পেন্টাগনের হিসাবে দাবি করা হয়েছিল ২০১২ সালে মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা আগের তুলনায় ৬ শতাংশ বেড়েছে এবং ৩,৩৭৪ সেনা সদস্য যৌন নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এ জরিপে অংশগ্রহণকারীদের পরিচয় প্রকাশ হওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে মার্কিন সেনাবাহিনীতে যৌন হামলা ও নির্যাতনের প্রকৃত অবস্থা আরো অনেক ভয়াবহ বলে উঠে এসেছে।
এ জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মার্কিন সেনাবাহিনীতে অন্তত ২৬ হাজার যৌন হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর বেশির ভাগ যৌন নির্যাতন, হামলা বা ধর্ষণের ঘটনা কখনোই প্রকাশ পায় না। 
গত কয়েক বছর ধরে মার্কিন সেনাবাহিনীর যৌন হেনেস্তার ঘটনা হ্রাস করার জন্য ঢাক-ঢোল পিটিয়ে নানা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। অবশ্য তার কোনো সুফল যে পড়েনি এ প্রতিবেদন থেকে তাই ¯পষ্ট হয়ে উঠেছে। এদিকে, মার্কিন বিমান বাহিনীর যৌন নির্যাতন প্রতিরোধ বিভাগের প্রধান স্বয়ং যৌন হামলা চালানোর দায়ে গ্রেফতার হওয়ার ঘটনা ঘটার পরই এ প্রতিবেদন প্রকাশিত হলো।

0 Comments

পাকিস্তানে নির্বাচনী সহিংসতায় ২২ দিনে প্রার্থীসহ নিহত ৭৪

3/5/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
ইসলামাবাদ: পাকিস্তানে নির্বাচনের তারিখ ঘোষণা পর থেকে নির্বাচনী প্রার্থী এবং কেন্দ্র লক্ষ করে হামলার ঘটনা বেড়েই চলেছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর ১১ এপ্রিল থেকে এই পর্যন্ত গত ২২ দিনে দুইজন প্রার্থীসহ ৭৪ জন নিহত হয়েছে। এক বিশেষ প্রতিবেদনে ডন তাদের অনলাইন সংস্করণে এই তথ্য জানায়। 
পাকিস্তানে ১১মে জাতীয় নির্বাচন হবে বলে বিচারপতি খোসোর নেতৃত্বাধীন  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে জানানো হয়। 
এরপরই তেহরিক ই তালেবান পাকিস্তান(টিটিপি) গণতন্ত্রকে হারাম এবং শরিয়াহ বিরোধী উল্লেখ করে নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দেয়।
ডন জানায়, এরইমধ্যে বিভিন্ন নির্বাচনী ক্যাম্পসহ ৪২টি স্থানে হামলা চালানো হয়েছে। বোমা হামলা এবং গুলি বর্ষণে আহত হয়েছে প্রায় তিনশজন। পাকিস্তানের রাজনীতির ইতিহাসে এটিকে ‘সবচাইতে রক্তাক্ত এবং চ্যালেঞ্জিং’ নির্বাচন হিসেবে বলা হচ্ছে। 
তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আরিফ নিজামি সহিংসতার কথা স্বীকার করে জানান, পাকিস্তানের ইতিহাসে এ ধরনের নির্বাচনী সহিংসতা আর হয়নি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এখন তাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
আওয়ামী ন্যাশনাল পার্টি এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট এর দুইজন প্রার্থী বোমা হামলায় নিহত হওয়ার পর দেশটিতে রাজনীতিবিদদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীতা রয়েছে উল্লেখ করে তত্বাবধায়ক সরকারের বিশেষ সহকারী সারফুদ্দিন মেমনন বলেন, “আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছি।” নির্বাচন পরিচালনার জন্য ৭০ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি।এর অংশ হিসেবে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সেনা মোতায়েন থাকবে।
নির্বাচনের মাত্র সপ্তাহখানেক বাকি থাকলেও কর্তৃপক্ষ এখনো একমত হতে পারছে না, আসন্ন এই নির্বাচনের জন্য তাদের সামনে সবচেয়ে বড় হুমকি কোনটি। এসব হামলার উদ্দেশ্যও সম্ভবত তাদের কাছে স্পষ্ট নয়। এরইমধ্যে কোনো কোনো রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের ওপর আস্থার ঘাটতির কথাও বলেছে। সূত্র: ডন।  

0 Comments
    Picture

    নিউজ সার্চ

    All
    অস্ট্রেলিয়া
    আফ্রিকা
    আফ্রিকা
    আমেরিকা
    ইউরোপ
    ইরাক
    ইরাক
    ইরান
    উত্তর আমেরিকা
    উত্তর কোরিয়া
    এশিয়া
    দক্ষিণ আমেরিকা
    দক্ষিণ এশিয়া
    দক্ষিণ কোরিয়া
    নেপাল
    নেপাল
    পাকিস্তান
    ভারত
    মধ্যপ্রাচ্য
    মালি
    মিসর
    যুক্তরাষ্ট্র
    রাশিয়া
    সিরিয়া

    নিউজ আর্কাইভ

    April 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017
    August 2017
    July 2017
    June 2017
    May 2017
    April 2017
    March 2017
    March 2016
    November 2015
    August 2015
    November 2014
    November 2013
    September 2013
    August 2013
    July 2013
    June 2013
    May 2013
    April 2013
    November 2012
    July 2012
    May 2012
    January 2012
    December 2011
    November 2011
    October 2011
    September 2011
    August 2011
    July 2011
    June 2011
    February 2011
    November 2010
    October 2010
    September 2010
    August 2010
    July 2010

    Top
Powered by
✕