appbangla.com
  • হোম
    • যোগাযোগ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশেষ সংবাদ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • খেলা
  • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মিডিয়া

ভারতে সাবমেরিনে বিস্ফোরণ, নিখোঁজ ১৮ নাবিক

14/8/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর সিন্ধুরক্ষক নামের একটি সাবমেরিনে (ডুবোজাহাজ) বুধবার ভোরে বিস্ফোরণ ও আগুন ধরেছে। এ ঘটনায় ১৮ জন নাবিক নিখোঁজ রয়েছন।দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মুম্বাইয়ের সুরক্ষিত একটি  নৌ ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে  নৌবাহিনীর তিনজন কর্মকর্তা রয়েছেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়,মধ্যরাতের পর রাশিয়ায় তৈরি ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনটিতে প্রথমে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ধরে যায়। এতে সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের  লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে গেছে। দুর্ঘটনার পর অনেক নাবিক সাবমেরিন  থেকে লাফিয়ে পড়ে নিরাপদে বাইরে আসতে সক্ষম হন। বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে  নেওয়া হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানান,সাবমেরিনটির ভেতরে বেশ কিছু নাবিক আটকা পড়েছেন। এই সংখ্যা ১৮ জনের মতো হতে পারে বলে তাঁদের ধারণা। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধারকারী দল রয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।
মুম্বাই বন্দরে ভারতীয় নৌবাহিনীর বিস্ফোরণে আটকা পড়া নাবিকেরা মারা গেছেন বলে জানিয়েছেন  দেশটির প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি।
অ্যান্টনি বলেন, রাশিয়ার  তৈরি আইএনএস সিন্ধুরক্ষক ডুবোজাহাজের ভেতরে থাকা নাবিকেরা মারা  গেছেন। তবে ঠিক কতজন মারা  গেছেন বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত  কোনো তথ্য তিনি  দেননি বলে এনডিটিভি জানিয়েছে।তিনি আরো বলেন, তাদের উদ্ধার করার আগ পর্যন্ত আমরা তৎপরতা চালিয়ে যাবো। নৌবাহিনীর বিবৃতিতে জানা যায়, ডুবোজাহাজটির মূল্য ৪৮০ কোটি রূপি।বর্তমানে ভারতের ২০টি ডুবোজাহাজ প্রয়োজন হলেও তাদের রয়েছে ১৪টি ডুবোজাহাজ।
ইন্টারনেটের সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ওই বিস্ফোরণের যেসব ছবি  দেয়া হয়েছে তাতে  দেখা যাচ্ছে  নৌবাহিনীর  পোতাশ্রয়ে যে অংশে ডিজেল- বৈদ্যুতিক ডুবোজাহাজগুলোকে  নোঙর করে রাখা হয় সেখানে বিশাল আগুনের  গোলক আকাশে দিকে ছড়িয়ে পড়েছে।আইএনএস সিন্ধুরক্ষককে ২০১২ সালে রাশিয়া  থেকে আরো উন্নত করে আনা হয়েছে বলে রাশিয়ার সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।


0 Comments

জম্মু ও কাশ্মীরে গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

6/8/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, সোমবার গভীর রাতে পাকিস্তানের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সীমান্ত লঙ্ঘন করেই পাক জওয়ানরা গভীর রাতে ভারতের মাটিতে ঢুকে আত্মগোপন করেছিল।
বিএসএফের এক আধিকারিক জানান, রাত ৪টার দিকে রামগর সেক্টরের কাছে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের দিক থেকে গুলি চালোনো হয়।
এদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনার সত্যতা স্বীকার করে টু্‌ইটারে বলেছেন, মঙ্গলবার সকালেই ভারতীয় জওয়ানদের মৃত্যুর খবর পাই। আমি মৃত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ধরনের ঘটনার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন আবদুল্লাহ। তিনি বলেন, এই ঘটনা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে আদৌ কোনো সাহায্য করবে না।
চলতি বছরের জানুয়ারিতে কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।
৬০ বছর ধরে পাকিস্তান ও ভারত কাশ্মিরের মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে ২ দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।

0 Comments

খালি হাতেই ঢাকা ফিরছেন দীপু মনি: আনন্দবাজার

27/7/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে নির্বাচনের আগে দিল্লি থেকে কার্যত খালি হাতেই  ঢাকা ফিরছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। শনিবার এই খবর দিয়েছে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা।
‘খালি হাতেই ঢাকা ফিরছেন দীপু মনি’-এই শিরোনামে প্রকাশিত আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ঢাকা ভালো করেই জানে যে স্থলসীমান্ত চুক্তি ভারতীয় সংসদে পাশ করানোর প্রকৃত চাবিকাঠি রয়েছে বিজেপি  নেতৃত্বের হাতে।  সেই অনুযায়ী শুক্রবার রাজ্যসভার প্রধান বিরোধী  নেতা অরুণ জেটলির সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন দীপু মনি। কিন্তু বরফ গলল না। দীপু মণির আবেদনে  ইতিবাচক সাড়া  দেননি  জেটলি। শুধু বলেছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে জানাবেন।
প্রতিবেদনে বলা হয়, পাশাপাশি শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও  বৈঠক করেছেন দীপু মনি। ইফতার  মেরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে। সামগ্রিক দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হলেও স্বাভাবিক ভাবেই মুখ্য বিষয় ছিল তিস্তা এবং স্থলসীমান্ত চুক্তি। কিন্তু তিস্তার জল গড়ায়নি, সীমান্ত নিয়েও জট ছাড়ার   কোনো ইঙ্গিত মেলেনি।
আনন্দবাজার জানায়, জেটলি-দীপু মনি বৈঠকের পর বিজেপি সূত্রের বক্তব্য,যদিও এটি বিদেশনীতির বিষয় এবং তারা বাংলাদেশ-বিরোধীও নন, তবুও সীমান্ত চুক্তির প্রশ্নে সরকারের আনা বিলটিকে সমর্থন করার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। বিজেপি-র এক  নেতার কথায়, বাংলাদেশের  ভোট  তো আমাদের উদ্বেগের বিষয় হতে পারে না !
আনন্দবাজার লিখেছে, বৈঠকের পর দীপু মনি অবশ্য জানিয়েছেন যে তিনি আশাবাদী যে ভারত দ্রুত তাদের ‘অভ্যন্তরীণ প্রক্রিয়া’  শেষ করবে। ভারতের জনপ্রতিনিধিদের প্রতি তার আহ্বান, গত সাড়ে চার বছরে দু’দেশের মধ্যে যে অগ্রগতির সুফল পাওয়া গিয়েছে, এবার তার ভিতের ওপর দাঁড়িয়ে তারা কিছু করে দেখান। তার কথায়,  জেটলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন  যে ভারত বাংলাদেশ  মৈত্রী এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে তার দলের সমর্থন রয়েছে। ভারতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি সমর্থন করার জন্য আমি  জেটলিকে অনুরোধ করেছি। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে সতীর্থদের সঙ্গে কথা বলে তার পর জানাবেন।
ওই প্রতিবেদনে আনন্দবাজার আরো জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে  বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়-সূত্র সীমান্ত চুক্তি এবং তিস্তা দুটি বিষয় নিয়েই মুখ খুলেছে। সুত্রের বক্তব্য, স্থলসীমান্ত চুক্তির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং দীপু মনির কথা হয়েছে। ধানমন্ত্রী জাি য়েছেন, এই বিলটিকে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সংসদে  পেশ করা হবে। পাশাপাশি তিস্তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রের বক্তব্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে যে ভারত সরকার এ বিষয়ে জাতীয় ঐকমত্য  তৈরির  চেষ্টা। তিস্তা নিয়ে দু’দেশ তথ্য-পরিসংখ্যান ভাগ করে নিচ্ছে।
আনন্দবাজার লিখেছে, বৈঠকের পর কিছুটা হতাশা ছিল দীপু মনির গলায়। এই দুটি চুক্তি ফলপ্রসূ না হলে বাংলাদেশের নিবার্চনে কি তার প্রভাব পড়বে না? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চুক্তিগুলি সম্পন্ন না হলে তা অবশ্যই হতাশাজনক হবে। তার পরিণামও  দেশে পড়তে পারে। কিন্তু মানুষ  তো  দেখেছেন যে আগের সরকার এই বিষয়গুলিতে আদৌ উদ্যোগীই হয়নি। এগুলি তো আজকের বিষয় নয়, দশকের পর দশক জুড়ে ঝুলে রয়েছে। হাসিনা সরকার যে এই চুক্তিগুলির একেবারে অন্তিম পর্যায়ে নিয়ে এসেছে, আশা করি সেটা এখন সবাই বুঝবেন।
নৈশভোজেও বিষয়গুলি নিয়ে সালমান খুরশিদেরও সঙ্গে কথা হয়েছে দীপু মনির। দীপু বললেন, গণতন্ত্রে এটা সর্বত্রই  দেখা যায়, যে কোনো বিষয় নিয়ে বিভিন্ন বিরুদ্ধ মত তৈরি হচ্ছে। আবার এমন এক একটা সময় আসে, যখন জাতীয় স্বার্থের কথা মাথায়  রেখে ক্ষুদ্র স্বার্থকে ঝেড়ে উঠে দাঁড়াতে হয় আমাদের। আশা করব ভারতের নির্বাচিত প্রতিনিধিরা  সেটা করবেন।

0 Comments

তিস্তা নিয়ে আশ্বাসের পুনরাবৃত্তি ভারতের

26/7/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বাসের পর এবার পররাষ্ট্রমন্ত্রীকে তিস্তা চুক্তি নিয়ে আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
তিন দিনের ভারত সফররত ডা. দীপু মনি শুক্রবার তার সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
ড. মনমোহন সিং বলেন, তিস্তার পানি বণ্টন এবং দু’ দেশের সীমানা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ভারত আশাবাদী। তাই এর বাস্তবায়নের দিকে ভারত খুব শিগগিরই এগিয়ে আসবে।
মহমোহনের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত বাংলাদেশের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই দু’দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। ভারত এ বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দিবে বলেও জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, ভারত এমন কোনো প্রকল্প গ্রহণ করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তিনি দু’দেশের মধ্যে পাওয়ার গ্রিড সংযোগ কাজ, সেপ্টেম্বর থেকে গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, জলবিদ্যুৎ, টিপাইমুখ যৌথ সমীক্ষাসহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
এছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, আমদানি-রপ্তানি বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

0 Comments

পাক-ভারত ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপন করা কঠিন : শেঠি

11/7/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
করাচি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তবর্তীকালীন চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ভারতের সঙ্গে সরকারি পর্যায়ে সম্পর্কের উন্নতি না হলে দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপন করাটা বেশ কঠিন হবে।
শেঠি বলেন, প্রকৃত সত্য হচ্ছে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারতীয় কর্তৃপক্ষ আমাদের শাস্তি দেয়া এবং পাকিস্তান ক্রিকেটকে একঘরে করার নীতি অবলম্বন করেছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত বিষয়গুলোর মধ্যে ক্রিকেট একটি। এ সিদ্ধান্ত তাদের পররাষ্ট্র নীতির অংশ। তিনি বলেন, তারা কৌশলগত কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) আমাদের খেলোয়াড়রা খেলতে পারে। তবে বাস্তবে তা হচ্ছে না। আমাদের খেলোয়াড়দের আইপিএল খেলতে না দেয়াটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এক্ষেত্রে এখানে ক্রিকেটের কোন সম্পর্ক নেই।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাজি হলেও সরকারি সিদ্ধান্তের বাইরে তাদের যাওয়ার কোন ক্ষমতা নেই বলে উল্লেখ করেন প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শেঠি। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বলেছি সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হলেই কেবলমাত্র আমাদের খেলোয়াড়রা আইপিএল খেলতে পারবে এবং ক্রিকেটীয় সম্পর্ক যথাযথভাবে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে।
আমি নিশ্চিত যে, প্রধানমন্ত্রী যখন ভারত সরকারকে বোঝাতে সক্ষম হবেন যে, আমরা সত্যিকার অর্থেই ভাল সম্পর্ক গড়তে চাই এবং নতুন করে মুম্বাই হামলার মত ঘটনা ঘটবে না, তখনই আমরা সামনের দিকে এগুতে পারি।
শেঠি বলেন, ক্রিকেট বিশ্বে ভারত যে সুপার পাওয়ার তাতে কোন সন্দেহ নেই এবং পাকিস্তান ক্রিকেটকে তাদের সাহায্য না করার বিষয়টি একটি বড় বিষয়। তিনি বলেন, ভারত আজ এমন একটা অবস্থায় রয়েছে যে, তাদের নিজেদের পক্ষে কথা বলার প্রয়োজন পড়ে না, অন্য বোর্ডগুলোই তাদের হয়ে কথা বলে। তাদের ক্রিকেট বোর্ড অত্যন্ত শক্তিশালী এবং যে পর্যন্ত আমরা তাদের সাথে সম্পর্কটা স্বাভাবিক করতে না পারব ততদিন পর্যন্ত তারা আমাদের সহায়তায় এগিয়ে আসবে না।
গত জুন মাস পর্যন্ত চার বছরে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোন সিরিজ না হওয়ায় পাকিস্তানের প্রায় ৮০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে পিসিবি।
আইপিএলের প্রথম আসরে অংশ নিয়েছিল পাকিস্তানি ক্রিকেটাররা। তবে ২০০৮ সালে মুম্বাই হামলার পর বিসিসিআই পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে অংশ নিতে দিচ্ছে না।

0 Comments

বাংলাদেশকে ধন্যবাদ: প্রণব মুখার্জি

21/6/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শুক্রবার ত্রিপুরার পালাটানায় ৭২৬  মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন। ভারত সরকার শুক্রবার ত্রিপুরার পালাটানায় গ্যাসভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। প্রণব বলেন, এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতকে বাংলাদেশ সরকার  যে সহযোগিতা করেছে, তা ছাড়া প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হতো না। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় এর অংশীদারেরা প্রত্যেকেই আজ গর্বিত।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ পালাটানায় গ্যাসভিত্তিক ৭২৬  মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ত্রিপুরা প্রাকৃতিক গ্যাসের মতো নানা সম্পদে পূর্ণ।  দেশের এক কোণে অবস্থিত ও বন্ধুর ভূমিরূপের কারণে ত্রিপুরায় এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি চ্যালেঞ্জের ব্যাপার। ওএনজিসি-ত্রিপুরা পাওয়ার কোম্পানির সাফল্যেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ বিদ্যুৎকেন্দ্রের সুবাদে ত্রিপুরা প্রদেশে শিল্পায়ন দ্রুত বাড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি আরও বলেন,ইউনাইটেডনেশনসফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসি) পরিচ্ছন্ন উন্নয়ন কার্যপদ্ধতি অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে স্থাপিত বিভিন্ন উৎপাদন  কেন্দ্রের মধ্যে এটিই সবচেয়ে বড়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ত্রিপুরার গভর্নর দেবানন্দ কোনওয়ার, মুখ্যমন্ত্রী মানিক সরকার,  কেন্দ্রীয় তেল ও গ্যাসমন্ত্রী ভিরাপ্পা  মৈলি,  কেন্দ্রীয়  তেল ও গ্যাস প্রতিমন্ত্রী প্রণবকা লক্ষ্মী এবং ওপিটিটি ও ওএনজিসি গ্র“পের প্রধান সুধীর বাসুদেব উপস্থিত ছিলেন।


0 Comments

ভারতে বন্যা ও ভূমি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

19/6/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
নয়াদিল্লী: ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। বর্ষণের তীব্রতা এখনো কমেনি। গোটা উত্তরাখ- রাজ্য এখন বন্যার কবলে। হিমাচল ও উত্তরাখ-ের দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
ভারী বর্ষণকবলিত উত্তরাখ- রাজ্যের হিমালয় সংলগ্ন এলাকায় ৭১ হাজারের বেশি তীর্থযাত্রী আটকা এবং হিমাচল প্রদেশেও প্রায় ১ হাজার ৭০০ জন দুর্যোগের কবলে পড়েছেন।
আকস্মিক বন্যা, বৃষ্টি ও ভূমিধসে সেখানে এ পর্যন্ত ১০২ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এ ছাড়া বহু লোক আহত ও কয়েকশ বাড়ি বিধ্বস্ত হয়েছে। হতাহতের বাকি ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী তীর্থস্থানের উদ্দেশে যাতায়াতের সময় দুর্যোগের কবলে পড়েছেন মোট ৭১ হাজার ৪৪০ জন। তারা রুদ্রপ্রয়াগ, চামোলি ও উত্তরাক্ষী জেলায় আটকা পড়েছেন।
বিরূপ আবহাওয়া ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সেখানকার বিখ্যাত চরধাম যাত্রা স্থগিত করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, চামোলিতে ২৭ হাজার ৪০, রুদ্রপ্রয়াগে ২৫ হাজার ও উত্তরাক্ষী জেলায় ৯ হাজার ৮৫০ জন আটকা পড়েছেন।
সরকারি কর্মকর্তারা জানান, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ নিজেই রাজ্যের আদিবাসী-অধ্যুষিত কিনুয়ার জেলায় ভূমিধসের কারণে প্রায় ৬০ ঘণ্টা আটকা পড়েছিলেন। হেলিকপ্টারযোগে মঙ্গলবার সকালে তাকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। সেখানে প্রায় ২ হাজার লোক আটকা পড়ে।
এদিকে গঙ্গা ও যমুনা নদীতে পানির উচ্চতা অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার কারণে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তাজমহলের জন্য বিখ্যাত আগ্রায়ও বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে যমুনা নদীর তীরবর্তী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

0 Comments

২০১৬ সালের মধ্যে ভারতে র‌্যাফেল জঙ্গিবিমানের প্রথম চালান

12/6/2013

0 Comments

 
Picture
এপিপি বাংলা ডটকম
প্যারিস : ফ্রান্স ২০১৬-১৭ সালের মধ্যে ভারতে র‌্যাফেল জঙ্গিবিমানের প্রথম চালান পাঠানোর আশা করছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ-জাভেজ লি দ্রায়ানের উদ্ধৃতি দিয়ে অর্থনৈতিক দৈনিক লা ইকোর এক খবরে একথা বলা হয়।
বুধবার লা ইকোর খবরে বলা হয়, ফ্রান্সের খসড়া প্রতিরক্ষা বাজেট এমন একটি ধারণার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে যে, ২০১৬ সালে ড্যাসল্ট এভিয়েশনের নির্মিত এসব জঙ্গিবিমানের প্রথম চালান ভারতে পাঠানো সম্ভব হবে। রিপোর্টে আরো বলা হয়, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী লি দ্রায়ান চুক্তি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লি যাবেন।
ভারত ফ্রান্সের কাছ থেকে বহুমুখী ব্যবহারোপযোগী ১২৬টি জঙ্গিবিমান ক্রয়ের চেষ্টা করছে। এপ্রিলে ভারতীয় সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ভারতের রাষ্ট্রপরিচালিত একটি সাব-কন্ট্রাক্টরের ভূমিকা সম্পর্কে দু’দেশ একটি সমঝোতায় পৌঁছাতে না পারায় চুক্তি স্বাক্ষর বিলম্বিত হতে পারে। প্রস্তাবিত চুক্তির প্রাথমিক শর্ত অনুযায়ী ড্যাসল্ট উড্ডয়নের জন্য প্রস্তুত অবস্থায় ভারতে ১৮টি র‌্যাফেল জঙ্গিবিমান সরবরাহ করবে এবং বাদবাকি বিমানগুলো প্রস্তুত করবে রাষ্ট্রপরিচালিত হিন্দুস্তান এরোনটিঙ লিমিটেড বা হাল।
ফরাসি অস্ত্র নির্মাতা কোম্পানি ড্যাসল্ট দু’টি পৃথক চুক্তি করতে চায়। একটি চুক্তি হচ্ছে উড্ডয়নের জন্য প্রস্তুত অবস্থায় জঙ্গিবিমানগুলো ভারতে পাঠানো এবং আরেকটি হচ্ছে হালের কাছে বাকি বিমানগুলো নির্মাণের দায়িত্ব ছেড়ে দেয়া। কিন্তু ভারত দ্বিতীয় চুক্তির ব্যাপারে আপত্তি প্রকাশ করেছে। হালের ফ্রান্সে নির্মিত বিমানগুলো সংযোজনের প্রয়োজনীয় দক্ষতা ও সামর্থ্য আছে কিনা সে ব্যাপারে ড্যাসল্ট উদ্বিগ্ন বলে জানা গেছে। অনুরূপ উদ্বেগ থেকে এ ফরাসি কোম্পানি অন্য কোনো ভারতীয় কোম্পানির কাছে এ দায়িত্ব্‌ অর্পণ করা যায় কিনা তা নিয়ে ভাবছে।

0 Comments

দিল্লীর হাসপাতালে ভর্তিহয়েছেন কৃষক লীগনেতা ফজলুল হক

2/6/2013

0 Comments

 
Picture
বিশেষ প্রতিনিধি
নয়া দিল্লী: বাংলাদেশ কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের প্রথিতযশা এ রজনীতিবিদ গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার সুস্থ্যতা কামনা করে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের লোকজন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য ভারত সফরে গেছেন অ্যাডভোকেট ফজলুল হক।

0 Comments
    Picture

    নিউজ সার্চ

    All
    অস্ট্রেলিয়া
    আফ্রিকা
    আফ্রিকা
    আমেরিকা
    ইউরোপ
    ইরাক
    ইরাক
    ইরান
    উত্তর আমেরিকা
    উত্তর কোরিয়া
    এশিয়া
    দক্ষিণ আমেরিকা
    দক্ষিণ এশিয়া
    দক্ষিণ কোরিয়া
    নেপাল
    নেপাল
    পাকিস্তান
    ভারত
    মধ্যপ্রাচ্য
    মালি
    মিসর
    যুক্তরাষ্ট্র
    রাশিয়া
    সিরিয়া

    নিউজ আর্কাইভ

    April 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017
    August 2017
    July 2017
    June 2017
    May 2017
    April 2017
    March 2017
    March 2016
    November 2015
    August 2015
    November 2014
    November 2013
    September 2013
    August 2013
    July 2013
    June 2013
    May 2013
    April 2013
    November 2012
    July 2012
    May 2012
    January 2012
    December 2011
    November 2011
    October 2011
    September 2011
    August 2011
    July 2011
    June 2011
    February 2011
    November 2010
    October 2010
    September 2010
    August 2010
    July 2010

    Top
Powered by
✕