appbangla.com
  • হোম
    • যোগাযোগ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশেষ সংবাদ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • খেলা
  • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
  • মিডিয়া

দারিদ্র্যের বিরুদ্ধে জিদান-রোনালদো

27/9/2011

0 Comments

 
Picture
এপিপি ডেস্ক: সোমালিয়া, ইরিতেরিয়া, জিবুতি ও ইথিওপিয়াকে নিয়ে গঠিত হর্ন অব আফ্রিকা’য় চরম দরিদ্রতা হ্রাসে ২০০৩ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ১৩ ডিসেম্বর হামবুর্গে বার্ষিক এ ম্যাচের নবম আসরে অংশ নেবেন শীর্ষ ফুটবল তারকা রোনালদো ও জিনেদিন জিদান। মঙ্গলবার ইউএনডিপি তাদের এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।   বিবৃতিতে জানানো হয়, “জার্মান দল হ্যামবার্গার স্পোর্ট-ভেরেইনের (এইচএসভি) বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বিখ্যাত ফুটবল খেলোয়াড়দের নিয়ে রোনালদো ও জিদান লড়বেন।” ২০০৩ সাল থেকে ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হিসেবে এ ম্যাচ আয়োজনে কাজ করে যাচ্ছেন তারকাদ্বয়। ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন অর্জনের অংশ হিসেবে দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে এ ইভেন্টের আয়োজন করা হয় বলে বিবৃতিতে প্রকাশ হয়েছে।
সম্প্রতি পেশাদার ফুটবল থেকে অবসর নেয়া ব্রাজিল তারকা রোনালদো বললেন, “আমি এ ধরনের সফলতার অংশ হতে পারায় গর্বিত এবং এইচএসভি’র মতো ক্লাব এ ইভেন্ট আয়োজন করায় আমি মর্যাদাবোধ করছি।”  তবে জিদানের জন্য ম্যাচটি খেলার চেয়েও বেশি কিছু। ‘দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক লড়াই’এর অংশ হিসেবে দেখছেন ফ্রান্স কিংবদন্তি, “আমরা আশাবাদী হামবুর্গে এবারের আসরের মাধ্যমে হর্ন অব আফ্রিকার জনগণকে সচেতনতা ও ফান্ড দুটোই বাড়াতে সমর্থ হব।”
ইউএনডিপি’র তথ্য অনুযায়ী, ম্যাচের দুই-তৃতীয়াংশ অর্থ হর্ন অব আফ্রিকার পুনর্গঠনে ও জনহিতকর কাজে ব্যবহার করা হবে। আর বাকি অংশ জার্মান ক্লাব বেশ কিছু উন্নয়ন কাজে ব্যবহার করবে।

0 Comments

‘বোর্ড বললে নাইট রাইডার্স ছেড়ে দেবো’

22/9/2011

0 Comments

 
Picture
এপিপি রিপোর্ট: বাংলাদেশের টেস্ট দৈন্যদশা নিয়ে ঘরোয়া ক্রিকেটের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন সদ্য অধিনায়কের চাকরি হারানো সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটের মান একেবারেই ভালো নয়। তাই টেস্ট খেলতে অসুবিধা হয়।’
ভারতে সর্বাধিক পঠিত বাংলা ‘আনন্দবাজার’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব অধিনায়কত্ব হারানো এবং দেশের ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেছেন।
বাংলাদেশের অনেক সাফল্যের কারিগর সাবেক বিশ্ব সেরা এই অলরাউন্ডার অধিনায়ক কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এখন ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন।
অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার পরই অভিযোগ ওঠে, সাকিবের সাথে জুনিয়ররা খোলাখুলি মিশতে ভয় পান। এমন অভিযোগের প্রেক্ষাপটে তাকে প্রশ্ন করা হয়েছিল- এতে আপনার খারাপ লাগে না? সদা লাজুক সাকিব জানান, ‘লাগে। তবে এখন ওসব নিয়ে আর ভাবি না। বোর্ডের সাথে অধিনায়ক হিসেবে একশো শতাংশ দিয়েছি। ওরা মনে করেছে, সরিয়ে দিয়েছে।’
বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গ আসতেই কেকেআর তারকা বলেন, ‘বছরে যদি পাঁচটা করে টেস্ট খেলা হয়, তা হলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এগোনো মুশকিল। আমাদের ঘরোয়া ক্রিকেটের মান মোটেই ভাল নয়। তাই টেস্ট খেলতে অসুবিধা হয়। বছরে অন্তত ১০টা টেস্ট তো খেলা দরকার।’
অধিনায়কত্ব গেলেও সাকিব কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে খেলাটাকেই বড় করে দেখছেন। তার ভাষায়, ‘দেশ আমার কাছে সব সময় আগে। বোর্ড যদি আইপিএল বাদ দিয়ে টেস্ট-ওয়ান ডে খেলতে বলে, নাইট রাইডার্স ছেড়ে দেব।’
সাক্ষাৎকারে ক্রিকেটের ভূ-স্বর্গ খ্যাত কলকাতার ইডেন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘ইডেনে ম্যাচ হবে না শুনে কারও ভাল লাগতে পারে? ভারতে আমার ঘর-বাড়ি বলতে তো ওটাই।’
সাকিব বলেন, ‘নাইট রাইডার্স নামটাই আমাদের দেশে একটা আলাদা আবেগ তৈরি করে। চ্যাম্পিয়ন্স লিগে আমরা খেলছি শুনে ঢাকায় এখন যেমন সবাই কেকেআর। মাশরাফি ভাই যখন ছিলেন, তখন থেকেই উন্মাদনাটা এসেছে। এখন চলছে আমাকে নিয়ে।’
অধিনায়কত্ব যাওয়া নিয়ে না ভেবে কেকেআর- এর সাথে থেকে নিজেকে আরো ধারালো করতে চান সাকিব আল হাসান। পাকিস্তানী গ্রেট ওয়াসিম আকরামের কাছ থেকে দেখে শিখছেন, বড় ক্রিকেটার হতে গেলে মানসিকতা কেমন হওয়া উচিত। তিনি অবশ্য এই চ্যাম্পিয়ন্স লিগ থেকেই নতুন জীবন শুরু করার ইচ্ছে প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে আজ বুধবার কলকাতা নাইট রাইডার্স খেলবে সমারসেটের বিরুদ্ধে কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচ। সমারসেটকে হারাতে পারলে তারা চলে যাবে মূলপর্বে।
কিন্তু হেরে গেলে নাইটদের ভাগ্য নির্ভর করবে দুপুরের লেস্টারশায়ার বনাম রুহুনু ম্যাচের উপর। ওই ম্যাচের জয়ী দলের রান রেটের চেয়ে যদি নাইটদের রান রেট ভাল হয়, তা হলেই মূলপর্বে যাবে নাইটরা। নইলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।
এই ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘ক্ষমতা অনুযায়ী খেললে আমাদের কেউ আটকাতে পারবে না। গত ম্যাচের খেলা দেখে বিচার করা ঠিক হবে না। টুর্নামেন্টটা জিততেই আমরা এসেছি।’

0 Comments
    Picture

    নিউজ সার্চ

    All
    ক্রিকেট
    ক্রিকেট
    ক্রীড়া প্রতিযোগিতা
    গলফ
    টেনিস
    দাবা
    ফুটবল
    বিসিবি
    হকি

    নিউজ আর্কাইভ

    April 2018
    March 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017
    August 2017
    July 2017
    June 2017
    May 2017
    April 2017
    March 2017
    November 2015
    August 2015
    December 2014
    November 2014
    November 2013
    August 2013
    July 2013
    June 2013
    May 2013
    November 2012
    May 2012
    January 2012
    November 2011
    October 2011
    September 2011
    August 2011
    July 2011
    June 2011
    December 2010
    November 2010
    October 2010
    September 2010
    August 2010
    July 2010

    Top
Powered by
✕