মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসনের আয়েজনে জেলা আইন-শৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য প্রমুখ।
মেহেরপুর জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
