নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালী: নিজ বাড়িতে পুলিশ কর্তৃক অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে তার এই অবরুদ্ধ অবস্থা বলে জানিয়েছেন মওদুদ।
ঈদের দিন শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুরস্থ নিজবাড়িতে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এর আগে দুপুরের পর থেকে মওদুদ আহমদের বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে তিনি একটি কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হতে গেলে পুলিশ আটকে দেয়। পরে তিনি বাড়ির ফটকেই অবস্থান করতে বাধ্য হন।
পুলিশের এই আচরণের নিন্দা জানিয়ে মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ আমাকে অবরুদ্ধ করে রেখেছে। কাদেরের নির্দেশের পুলিশ এসব কাজ করছে।’
তিনি বলেন, ‘ওবায়দুল কাদের যত বড় রাজনৈতিক দলের নেতাই হন না কেন, তিনি তার এলাকায় গণতন্ত্রের কোনো সুযোগ রাখেন নাই। এখানে বিরোধী মত প্রকাশের কোনো সুযোগ নেই।’
তিনি অভিযোগ করেন, ‘ঈদুল ফিতরের দিন বিকেল তিনটায় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচির জন্য বাড়ি থেকে বের হতে যাই। এ সময় দেখি পুলিশের বড় গাড়ি দিয়ে পথ আটকে রাখা হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্থানীয় পুলিশ ও আর্ম পুলিশ আমার চলাচলের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর বাড়ির মূল ফটক থেকে আমার বসতঘরে ফেরত আসতে পারি।’
তবে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান ব্যারিস্টার মওদুদ আহমদকে অবরুদ্ধ করার কথা অস্বীকার করেন।
তিনি দাবি করেন, ‘উনাকে অবরুদ্ধ করার প্রশ্নই আসে না। বরং উনার যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য নিরাপত্তা বিবেচনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
কাদেরের নির্দেশে আমাকে অবরুদ্ধ করা হয়েছে: মওদুদ
