নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার দুপুরে একই উপজেলার নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকককৃত হলেন,একই উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামের আব্দুল মন্নাছের ছেলে ইব্রাহিম খলিল রুবেল(২৫),একই উপজেলার তাজমাহতাবপুর গ্রামের রফিক উল্যার ছেলে ইমাইল হোসেন (২৩),একই উপজেলার মৃত নুরুল হকের ছেলে ইয়াসিন আরাফাত জাবেদ (২৪),জেলার কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (২৭)।
শনিবার বিকালে ৪ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি)আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান,তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নোয়াখালীতে ৪ মাদক ব্যবসায়ী আটক
