Saturday, September 30, 2023
Home > জাতীয় সংবাদ > পলিথিনের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর

পলিথিনের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা :
পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে পাটের তৈরি ‘সোনালী ব্যাগ’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৮’- এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
একইসঙ্গে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লÿ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্ল্যাস্টিককে বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আপনারা শুনে খুশি হবে যে, এখন পাটের পলিমার থেকে যেটা পচনশীল সেই ধরনের ব্যাগ তৈরি হচ্ছে। আমরা এটার নাম দিয়েছি ‘সোনালী ব্যাগ’। এই সোনালী ব্যাগ পরিবেশ দূষণ করবে না।
“পাটকে তার সোনালী দিনে ফিরিয়ে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ যেমন নিয়েছি, সেই সাথে সাথে এই আবিস্কারটাও করা হয়েছে এবং পাটের ওপর গবেষণা চলছে।”
প্রধানমন্ত্রী বলেন, “কাজেই আমি মনে করি এই সোনালী ব্যাগটা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তাছাড়া পাটের ছোট ছোট থলে, ব্যাগ এগুলোও ব্যবহার করা যায়।
“এমনকি ফ্যাশনের জন্যও ব্যবহার করা যায়। আমি যে ব্যাগটা (হ্যান্ডব্যাগ) ব্যবহার করছি সেটা কিন্তু পাটের তৈরি ব্যাগ।”
এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিকের পুনর্ব্যবহার করি, আর যদি তা না পারি তাহলে বর্জন করি।’
সারা বিশ্বেই প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। এÿেত্রে এগিয়ে রয়েছে পাট।
সম্প্রতি ‘সোনালী ব্যাগ’ এর মালিকানা স্বত্ব বাংলাদেশের করে রাখতে প্রয়োজনীয় পদÿেপ নেওয়া এবং বাণিজ্যিকভাবে এর বাজারজাতকরণের জন্য একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এপ্রিলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ জুট মিলস করপোরেশন জানায়, এখন প্রতিদিন প্রায় তিন হাজার পাটজাত পলিথিন ব্যাগ তৈরি হচ্ছে। এগুলো ১৫ কেজি ধারণ ÿমতার।
কাঁচামাল, যন্ত্রপাতির অবচয়মূল্য, বিদ্যুৎ, কর্মকর্তাদের বেতন-ভাতা মিলিয়ে প্রতিটি ব্যাগের উৎপাদন খরচ পড়ছে ১২ টাকা ৯৩ পয়সা।
বাণিজ্যিক ভিত্তিতে এই ব্যাগ উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় পাঁচ লাখ করে ব্যাগ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে যাওয়ার পর ব্যাগের উৎপাদন খরচ কমে আসবে। সে ÿেত্রে প্রতিটি ব্যাগ উৎপাদনেন খরচ ৭-৮ টাকায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
পাট থেকে নানা ধরনের পণ্য তৈরির কথা উলেøখ করে প্রধানমন্ত্রী বলেন, “এটা আমাদের জন্য বিরাট সুযোগ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী যখন পরিবেশের কথা আসছে, আমরা পাট উৎপাদনকারী একটি দেশ। এই পাট পণ্য উৎপাদন করে এর বহুমুখী ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি, বিদেশে রপ্তানিও করতে পারি।
“আমরা চাই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সংশিøষ্ট যারা আছেন, তারাও উদ্যোগটা নেবেন। ধীরে ধীরে প্লাস্টিকটাকে আ¯েÍ আ¯েÍ সরিয়ে দিয়েৃ হয় এটাকে (প্লাস্টিক) পুনর্ব্যবহারের ব্যবস্থা করতে হবে না হয় আ¯েÍ আ¯েÍ এটাকে সরিয়ে দিতে হবে।”
শেখ হাসিনা দেশে পরিবেশের সংরÿণে তার সরকারের বিভিন্ন পদÿেপের কথাও তুলে ধরেন।
স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নিজ হাতে গাছ লাগিয়ে দেশে প্রথম সারাদেশে বৃÿরোপন অভিযান শুরু করার কথা স্মরণ করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের পÿ থেকে বৃÿরোপণ কর্মসূচি চালিয়ে আসার কথাও উলেøখ করেন তিনি।
দেশে এই প্রথমবারের মত মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে দেশের ৮১ হাজার ৪৬৭টি শিÿা প্রতিষ্ঠানে একযোগে বৃÿরোপনের উদ্বোধন করা হয়, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা দেশের সব মানুষকে বৃÿরোপন অভিযানে শামিল হওয়ার আহ্বান জানান।
“বাংলাদেশকে বাঁচানোর জন্য বৃÿরোপন একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। কাজেই এজন্য আমি সবাইকে আহ্বান জানাই যে, প্রত্যেকে একটা বনজ, একটা ফলজ ও একটা ঔষধি গাছ লাগান।”
শেখ হাসিনা জানান, তার নেতৃতত্বাধীন সরকার পরিবেশ সংরÿণকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পরিবেশ বিষয়ক নতুন একটি ধারা সংযোজনের মাধ্যমে পরিবেশ সংরÿণে সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়ে দেন তিনি।
নদীর তীর, কবরস্থান, পতিত জমি এবং বাড়ির ছাদ ও ব্যালকনিসহ সর্বত্র গাছ লাগিয়ে সবুজ বেষ্টনি তৈরির ওপর গুরুত্তারোপ করেন তিনি। জায়গা-জমি পতিত না রেখে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তার সরকারের পদÿেপে দেশে সামাজিক বনায়নসহ সার্বিক বনায়ন বৃদ্ধির কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
“১৯৯৬ সালে ÿমতায় এসে দেখি সামাজিক বনায়ন কর্মসূচির নামে টাকাগুলি কিছু এনজিওর ভেতর ভাগ করে দেওয়া হতো। তারা যে টাকাগুলি কি করতো হিসাব-নিকাশ ছিল না। তখন আমরা উদ্যোগ নিই সামাজিক বনায়নটা আরো ভালোভাবে করার।”
আগের চেয়ে লভ্যাংশ বাড়িয়ে এবং বিভিন্নভাবে উৎসাহ দিয়ে মানুষকে আরো বেশি সম্পৃক্ত করে বনায়ন বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ÿমতায় আমরা আসার সময় ৭ থেকে ৯ ভাগ বনায়ন ছিল। কিন্তু তারপর সরকারের বিভিন্ন পদÿেপে বর্তমানে ২২ ভাগে দাঁড়িয়েছে।
নতুন চর ও উপকূলীয় অঞ্চলে সবুজবেষ্টনি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এবারে বৃÿরোপন অভিযান ও জাতীয় বৃÿমেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাঁজাই।’
শেখ হাসিনা বলেন, যত বেশি সবুজে ভরে ফেলতে পারবো এই দেশ, তাতে মানুষ বাঁচবে।
বিশ্ব উঞ্চায়নের ফলে বাংলাদেশের বহু মানুষের ÿতিগ্র¯Í হওয়ার আশঙ্কার কথা উলেøখ করে সে প্রভাব মোকাবেলায় বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ট্রাস্ট ফান্ড গঠন করে অ্যাকশন প্ল্যান তৈরির কথাও উলেøখ করেন তিনি।
বঙ্গবন্ধর সময় কক্সবাজার উপকূলে সবুজ বেষ্টনি গড়ে তোলার কথা উলেøখ করে শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রÿা পেতে প্রতিটি উপকূলেই সবুজ বৈষ্টনি গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে সুন্দরবন ও বাঘ রÿায় নেয়া বিভিন্ন পদÿেপের কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ২০১৮, বৃÿরোপনে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৮ এবং জাতীয় পরিবেশ পদক ২০১৮’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি ছাতিম গাছের চারা রোপন করেন তিনি।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, উপমন্ত্রী আবদুলøাহ আল ইসলাম জ্যাকব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ বক্তব্য দেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *