Tuesday, October 3, 2023
Home > জাতীয় সংবাদ > রংপুরে বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

রংপুরে বাসচাপায় ৩ অটোযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক :
রংপুর, ২২ জুলাই : রংপুরের হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
রবিবার সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট ব্রিজসংলগ্ন আকিজ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি এলাকার সাজু (৩৫) ও চান মিয়া (৩৫)।
জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রংপুরগামী যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে নগরের হাজীরহাট এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *