নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২৮ জুলাই : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা জালাল।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন সভাপতি পদে তার নাম ঘোষণা করেন। ফল ঘোষণার সময়ে সভাপতি পদ প্রার্থী মোল্লা জালাল ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।
মোল্লা জালাল পেয়েছেন ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট। অন্য প্রার্থী আবদুল জলিল ভুঁইয়ার ভোটের সংখ্যা ৭৩৩।
গত ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণের পর অন্য পদগুলোতে নির্বাচিতদের নাম ঘোষণা হলেও সভাপতি পদের তিন প্রার্থী হাতে ভোট গণনার আবেদন জানালে সভাপতি পদে ফলাফল স্থগিত করা হয়েছিল।
বিএফইউজের এই অংশে সভাপতি মোল্লা জালালের সঙ্গে মহাসচিবের দায়িত্ব পালন করবেন শাবান মাহমুদ।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, নুরে জান্নাত আখতার সীমা, সেবিকা রানী ও খায়রুজ্জামান কামাল।
মোল্লা জালাল বিএফইউজের সভাপতি নির্বাচিত
