Sunday, October 1, 2023
Home > বিনোদন > হাসপাতা থেকে বাসায় ফিরলেন বেবী নাজনীন

হাসপাতা থেকে বাসায় ফিরলেন বেবী নাজনীন

বিনোদন ডেস্ক :
ঢাকা: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গেল ১৭ জুলাই। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
পুরোপুরি সুস্থ হয়ে ২৬ জুলাই বাসায় ফিছেরেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার।
এনাম সরকার বলেন, গেল সপ্তাহে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন আপা। জ্বর না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি। ২৬ জুলাই বাসায় ফিরেছেন আপা। সবার দোয়ায় এখন ভালো আছেন, সুস্থ আছেন।
বেবী নাজনীনের শিল্পী জীবনের পথচলায় অর্জিত এক অসাধারণ উপাধি ‘ব্ল্যাক ডায়মন্ড’। মিডিয়ায় তার আরেকটি পরিচিতি রয়েছে ‘উত্তরবঙ্গের দোয়েল’ নামে। শৈশবে দুরন্তপনার পাশাপাশি সুরের সঙ্গে ঘটে মেলবন্ধন। মাত্র ৫ বছর বয়সে সংগীতে সম্পৃক্ততা তার। শিশু বয়সেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান ও রেডিও-টিভিতে গান করে খ্যাতি পান। জাতীয় পর্যায়ের আজকের এই বেবী নাজনীন অতিবাহিত করেছেন তার সংগীত জীবনের গত প্রায় ৪০ বছর

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *