Wednesday, October 4, 2023
Home > খেলাধূলা > সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
লডারহিল: ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টুয়েন্টিতে ১২ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের এই সিরিজে সমতায় ফিরলো সফরকারীরা।
ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করতে পেরেছে ১৫৯ রান। পাঁচটি টি টুয়েন্টি ম্যাচে টানা হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো টাইগাররা। খবর বিবিসির
ম্যাচে বাংলাদেশের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন তামিম ইকবাল এবং অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবাল ৪৪ বলে ৭৪ রান আর সাকিব তুলেছেন ৩৮ বলে ৬০ রান। চতুর্থ উইকেটে এই দুই বাহাতির ৫০ বলে ৯০ রানের জুটিতেই ১৭১ রানের স্কোর দাঁড়া করে বাংলাদেশ।
তবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অর্ধশতকের ঘর পার হতে পারেননি কেউই। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান আর নাজমুল ইসলাম অপু। সোমবার ভোরে তৃতীয় টি টুয়েন্টিতে চূড়ান্ত হবে সিরিজের ভাগ্য। এই সফরের শুরুতে দু’টি টেস্টে হারলেও, ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে বাংলাদেশ।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *