Sunday, October 1, 2023
Home > আন্তর্জাতিক > জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করলো মায়ানমার সরকার

জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করলো মায়ানমার সরকার

আন্তর্জাতিক ডেস্ক :
নাইপিদো: মায়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের বিষয়ে দেওয়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে এএফপির খবরে বলা হয়। জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর মায়ানমারের পক্ষ থেকে এটি প্রথম প্রতিক্রিয়া।
মায়ানমারের একটি পত্রিকা গ্লোবাল নিউজ লাইট অব মায়ানমারের খবরে বলা হয়, সরকারের মুখপাত্র জ হতে বলেন, ‘আমরা জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনকে মায়ানমারে ঢুকতে দিইনি। তাই মানবাধিকার পরিষদের দেওয়া বক্তব্যের সঙ্গে একমত নই এবং মানবাধিকার কাউন্সিলের সুপারিশ গ্রহণ করতে পারছি না।’
এর আগে সোমবার জাতিসংঘের মায়ানমার-বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্যানুসন্ধান মিশন এক প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে জানানো হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমার সেনাবাহিনীর অভিযানের উদ্দেশ্যই ছিল গণহত্যা। এ জন্য মায়ানমারের সেনারা সেখানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ করেছে। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে।
রাখাইনে মানবতাবিরোধী এসব অপরাধের অভিযোগে মায়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ ছয় জেনারেলের বিচারের সুপারিশ করেছে জাতিসংঘ। সোমবার জেনেভায় জাতিসংঘের দপ্তরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *