Tuesday, October 3, 2023
Home > জাতীয় সংবাদ > বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট দেয়া না দেয়া জনগণের অধিকার। রাজনৈতিক নেতা হিসেবে জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য পুনরায় বিএনপি-জামায়াত জোট সরকারকে অভিযুক্ত করে বলেছেন, তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের জঘন্য হামলা সংঘটিত হতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘তখন ক্ষমতাসীন ছিল বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতাতেই এই হামলা হয়েছিল। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলার ঘটতে পারে না।’

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *