নিজস্ব প্রতিনিধি :
মানিকবগঞ্জ : বৃহস্পতিবার বিকেলে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
বালিয়াখোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্য আব্দুল খালেক বিএসসি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোমিন উদ্দিন খান,সম্মানিত সদস্য লিয়াকত হোসেন লিটন,কেন্দ্রীয় কৃষকলীগের সহ -সভাপতি রেজাউল করিম উজ্জল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতোয়ার রহমান,সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম, ইশতিয়াক আহমেদ শামীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জ্যোৎস্না শিকদারপ্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই এদেশের মানুষ জেগে উঠেছিল।এর ফলে বাঙ্গালী জাতি আজ স্বাধীন ও একটি দেশ পেয়েছে। এ মূল্যবোধ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন,যারা আওয়ামী লীগের পোশাক পড়ে বিএনপি-জামায়াতের এজেন্ড তাদের প্রতিহত করতে হবে।এবং জাতির জনকের স্বপ্ন পুরনে নিজেদেরকে কাজ করতে হবে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল
