Thursday, December 7, 2023
Home > খেলাধূলা > টিকিট শেষ ভারত-পাকিস্তান ম্যাচের!

টিকিট শেষ ভারত-পাকিস্তান ম্যাচের!

স্পোর্টস ডেস্ক : দেশের সীমানা হোক আর ক্রিকেট মাঠ, ভারত-পাকিস্তান মানেই বিশেষ আলোচনা ও আকর্ষন। ব্যতিক্রম নয় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ।
প্রথমে এবারের এশিয়া কাপের আয়োজনের কথা ছিল ভারতের। কিন্তু বিভিন্ন কারণে তা পরবর্তীতে সরে যায় সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ভারত-পাকিস্তান নিয়ে মানুষের আগ্রহ কমেনি এক বিন্দু। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। কিন্তু এর ২০ দিন আগেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট।
টানা দুটি ম্যাচ খেলতে সমস্যা হবে জানিয়ে প্রথমে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলায় আপত্তি জানায় ভারত। তাদের সে আপত্তি আমলে নিলেও পরবর্তীতে এশিয়া কাপের সূচিতে কোনো পরিবর্তন আনেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ১৪তম আসরটি শেষ হবে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
এবারের আসরে অংশ নেবে ছয়টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলি। ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী এই দুই দেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামি ১৯ সেপ্টেম্বর তারিখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *