Monday, March 4, 2024
Home > বিশেষ সংবাদ > পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার সময় আটক ৪

পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার সময় আটক ৪

নিজস্ব প্রতিবেদক :
সাভার, ১০ সেপ্টেম্বর : সাভারের আশুলিয়ায় এক নারী গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টার সময় আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুল নাহারের ছেলেসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল জনতা হাউজিং এর একটি বাড়িতে থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গার্মেন্টস ছুটির পরে এক নারী গার্মেন্টস শ্রমিক দক্ষিণ বাইপাইল দিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। এসময় দুই যুবক ওই নারী গার্মেন্টস শ্রমিককে জোর পূর্বক একটি ঘরে নিয়ে সাতজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই গার্মেন্টস শ্রমিক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে চারজনকে আটক করলেও তিন জন পালিয়ে যায়।
পরে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক চারজন হলো আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুল নাহারের ছেলে ইসমাইল হোসেন লতিফ (১৯), আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভুইয়ার বোনের ছেলে মারুপ হাসান জয় (১৯) ও স্থানীয় আলমাস হোসেনের ছেলে দুর্জয় (২০)। এছাড়া আরেক জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ওই চার যুবক রাস্তা ঘাটে নারীদেরকে ইভটিজিং করাই তাদের কাজ। এলাকাবাসী তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *