মোঃ রাজিব তালুকদার :
ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া বাজার সংলগ্ন খালের উপরে নির্মিত ব্রিজটির কাজ ৪ বছরেও শেষ হয়নি। আর এ ব্রিজটির কাজ শেষ না হওয়ায় ওই গ্রামের হাজার হাজার লোকজন চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানাগেছে, ২০১৪ইং সালে ঝালকাঠি ইসলাম ব্রাদাস নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান তারাবুনিয়া বাজার সংলগ্ন খালের উপর প্রায় ১২ কোটি টাকায় এলজিইডি কর্তৃক ৯০ মিটার গার্ডার ব্রিজ নির্মানের দায়িত্ব পান। পরে রাজাপুরের মজিবার মৃধা নামক এক ঠিকাদার এ ব্রিজটি নির্মানের কাজ শুরু করে। পরে মুুল ব্রিজটি নির্মান কাজ শেষ করার পরই অ্যাপ্রোচের রিটেইনার ওয়ালে ফাটল ধরে। এবং ব্রিজটি নির্মানের ৪ বছরেও দুই পারের অ্যাপ্রোচ (ঢাল) ও সংযোগ রাস্তা না করায় তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, তারাবুনিয়া বাজার, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, তারাবুনিয়া ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি মাদ্রাসার শিক্ষার্থী ও ওই গ্রামের হাজার হাজারি নারী-পুরুষ জীবনের ঝুকি নিয়ে ব্রিজটি পারাপার হচ্ছে। আর এতে যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এ ব্রাপারে নির্মানাধীন ঠিকাদার মজিবার মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দুই পাড়ের অ্যাপ্রোচের রাস্তা করার দায়িত্ব আমাদের না, যাহারা রাস্তা নির্মানের দায়িত্ব পেয়েছেন তারাই অ্যাপ্রোচের রাস্তা নির্মান করবেন। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শিশির দাস জানান, ২০১৪ইং সালে তারাবুনিয়া খালের ব্রিজটির কাজ শুরু হলেও এ ব্রিজটিতে দেয়া হয়েছে নিম্নমানের মালামাল, এবং কাজের ধীরগতি ও দুই পারের অ্যাপ্রোচ সড়ক না করে ঠিকাদাররা চলে যায়। বর্তমানে ব্রিজটি নির্মিত হলেও ২ পাড়ের অ্যাপ্রোচ এর কাজ না করায় লোকজন চলাচল করে জীবনের ঝুঁকি নিয়ে।
কাঁঠালিয়ার তারাবুনিয়া খালের ব্রিজটির কাজ ৪ বছরেও শেষ হয়নি, এলাকাবাসীর চরম দূর্ভোগ
