Wednesday, October 4, 2023
Home > বিনোদন > এক মাস পর বুবলি

এক মাস পর বুবলি

বিনোদন ডেস্ক : ঢালিউডের কিংখ্যাত নায়ক শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’ ছবির ঘোষণার পর চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই ধারণা করেন শাকিব খান ও বুবলী এক ফ্রেমে হয়তো এখন আর কাজ করবেন না। তবে সে ধারণাকে ভুল প্রমাণ করে আবারো তারা নতুন কাজে ফিরছেন। আর এর মাধ্যমে প্রায় এক মাস পর ছবির সেটে ফিরছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, সবশেষ ‘ক্যাপ্টেন খান’ ছবিতে আমি কাজ করেছিলাম। প্রায় এক মাস পর এফডিসিতে আজ নতুন ছবির শুটিং শুরু হচ্ছে আবার। শাপলা মিডিয়ার প্রযোজনায় নতুন এ ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী। ছবির নির্মাতা শাহীন সুমন বলেন, আজ এফডিসির তিন নম্বর ফ্লোরে শাকিব খান, বুবলী ও নতুন মুখ মৃদুলা আমার নতুন ছবির কাজে অংশ নেবেন। এ ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’।
তবে নামটি পরিবর্তন হতে পারে। টানা এফডিসিতে কয়েকদিন এ ছবির শুটিং হবে। ছবিটির কাজটি ভালোভাবে শেষ করতে চাই। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *