নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফিরিয়ে নেওয়া হয়েছে নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৩৭ মিনিটে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে আজ সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। একইভাবে নিরাপত্তা জোরদার করা হয় নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে।
কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে আজ।
উল্লেখ্য, ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন। গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
হাসপাতাল থেকে কারাগারে খালেদা জিয়া
