নিজস্ব প্রতিবেদক:
ঢাকা : মন্ত্রিসভায় চমক থাকলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগে কোনো চমক দেখা যায়নি। প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা-ই স্ব স্ব পদে বহাল রয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তাদের নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), উপদেষ্টা ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ বিষয়ক)। তবে বাদ পড়েছেন তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শেখ হাসিনার নেতৃতত্বে আগের মেয়াদেও তারা স্ব স্ব পদে দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশে বলা হয়েছে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ৭ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক করে দায়িত্ব অর্পণ করেছেন। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অঅনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আগের পাঁচজনই থাকছেন
