নিজস্ব প্রতিবেদক :
স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রামের এক চিকিৎসক ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাড়ি থেকে মোস্তফা মোরশেদ আকাশ নামে ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন তালুকদার বলেন, আজ সকালে মোস্তফা মোরশেদ আকাশকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, শরীরে ইনজেকশনের মাধ্যমে অতিরিক্তি ইনসুলিন পুশ করে মোস্তফা আত্মহত্যা করেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই।
মোস্তফার স্বজনদের বরাত দিয়ে আলাউদ্দীন তালুকদার আরও বলেন, স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বুধবার রাতে স্ট্যাটাস দেন মোস্তফা। এরপর আজ সকালে নিজ ঘরে তার লাশ পাওয়া যায়। তার স্ত্রী আমেরিকা প্রবাসী।
স্ত্রীর ‘পরকীয়া’র অভিযোগে চিকিৎসকের ‘আত্মহত্যা’
