মেহের আমজাদ,
মেহেরপুর : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিভিল সার্জন শামীম আরা নাজনীন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী প্রমুখ।
মেহেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
