Sunday, October 1, 2023
Home > জাতীয় সংবাদ > শপথ নিলেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম

শপথ নিলেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম

ডেস্ক রিপোর্ট :
ঢাকা ৭ মার্চ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনের শাপলা হলে তাঁকে শপথ পড়ান।
পাশাপাশি রাজধানীর দুটি সিটি করপোরেশনের ৩৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১২ জন কাউন্সিলর শপথ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদ। তিনি পান ৫২ হাজার ৪২৯ ভোট।
এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ জন সাধারণ কাউন্সিলর, দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ জন সাধারণ কাউন্সিলর পদসহ দুই সিটিতে ৬ জন করে ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদেরও নির্বাচন অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *