কাজি আরিফ হাসান : অনুষ্ঠিত হয়ে গেলো গত ৩০ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিগত আওয়ামীলীগের উন্নয়নের ধারায় জনগণ তাদের রায় ভোটের মাধ্যমে আওয়ামীলীগ দলকে পূণরায় সরকার গঠনের সুযোগ দেয়। এদিকে নির্বাচনে পূণরায় জয় লাভের পরে আওয়ামীলীগ সরকার মন্ত্রী পরিষদ গঠন করেন এবং ইতোমধ্যে অধিকাংশ মন্ত্রীরা শপথও গ্রহন করেন। তবে গত ২৬ মার্চ এক সূত্রে জানা গেছে আরো পুরাতন ১০ মুখ (হেভিওয়েট) আবার নতুন ভাবে মন্ত্রী পরিষদে আসার সম্ভাবনা। এই ১০ বর্শিয়ান (সিনিয়র) আওয়ামীলীগে নেতাদের মধ্যে অন্যতম ৩ নেতা হলেন, আমির হোসেন আমু (সাবেক শিল্পমন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য), তোফায়েল আহম্মেদ (সাবেক বানিজ্য মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য), বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া (সাবেক দূর্যক ও ত্রান মন্ত্রী)। এদিকে তথ্য পাওয়া যায় যে এই সিনিয়র ৩ (ব্রোশিয়ন নেতা) আওয়মীলীগের নেতার মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া, তিনি চাঁদপুর ,মতলব -উত্তর,মহনপুর এলাকায় সন্তান। তিনি পূর্বে মন্ত্রী পরিষদে থাকাবস্থায় এলাকায় ব্যপক উন্নয় করেছেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে-রাস্তা সংস্করন,বেড়িবাধ নির্মান,এলাকা ছেলে-মেয়েদের লেখা পড়ার জন্য মহনপুর এলাকায় স্কুল-কলেজ,মসজিদ-মাদ্রাসা নির্মান, বয়স্কআশ্রম, মাদকমুক্ত সমাজ গড়াসহ অনেক উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি। তাঁর কর্মকান্ডে এলাকাবাসি সন্তষ্ঠ। তাই এই মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া প্রধান মন্ত্রীর সু-নজরে থাকায় পূর্ণরায় আবারও মন্ত্রী পরিষদে ৩ নং স্থানে আছেন বলে জানা গেছে। এদিকে ভোলা-৩ আসনে ব্যপক উন্নয়নে ছোয়া দেখা যায় এই আওয়ামী সরকারের আমলে তিনি বানিজ্য মন্ত্রী থাকাবস্থায়। ভোলা-৩ আসনে জনগনের জন্য সাবেক বানিজ্য মন্ত্রী এবং বর্তমা এমপি তোফায়েল আহম্মেদ রাস্তা-ঘাট সংস্করন, বেকার যুবকদের কর্ম সংস্থানে ব্যবস্থা করা মত উন্নয় মূলক কাজ,ধর্মউপ্যাসনায়,স্কুল-কলেজ,মাদ্রাসা,এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া সহ অনেক অবদান আছে এবং তাঁর কাছে সর্ব শ্রেনির মানুষ সমান দৃষ্টিতে সন্মান পেয়ে থাকে বলে জানা গেছে। তিনি সমাজের অসহায়,দরিদ্র সর্ব শ্রেনির মানুষে পাশে থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছেন এই আওয়ামী নেতা। তিনিও প্রধান মন্ত্রী সু-দৃষ্টিতে আছেন বলে জানা গেছে। গত ২৬ মার্চ এক বৈঠকে এই নতুন মন্ত্রী ১০ জনের নাম ঘোষনা করা হয় বলে জানা গেছে। তাদের মধ্যে ৩ জন পুরাতন (হেভিওয়েট ব্যক্তি) মুখের মন্ত্রী পরিষদের সম্ভাবনা আছে। তবে তাঁদেরকে মন্ত্রীত্ব দিলে কোন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত হবে তা তথ্য পাওয়া যায়নি। বাকি ৭ জনের নাম এখনো প্রকাশ হয়নি তবে খুব তাড়াতাড়ি তাদের নামও প্রকাশ করা হবে।
হেভিওয়েট ৩ জন মন্ত্রী পরষিদে আগমনের সম্ভাবনা
