Wednesday, November 29, 2023
Home > জাতীয় সংবাদ > আজ আত্মসমর্পণ করছে ছয় শতাধিক চরমপন্থী

আজ আত্মসমর্পণ করছে ছয় শতাধিক চরমপন্থী

নিজস্ব প্রতিনিধি :
পাবনা : উত্তর ও দক্ষিণবঙ্গের ১৫ জেলার ৬১৪ চরমপন্থী আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবে।
পাবনা জেলা পুলিশের আয়োজনে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারীর কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন চরমপন্থী দলের সদস্যরা। এর মধ্যে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা।
জেলা পুলিশ জানায়, পাবনা, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নড়াইল, রাজবাড়ী, যশোর, খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, ফরিদপুর জেলায় সক্রিয় বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করবেন।
এসব দলের মধ্যে রয়েছে পূর্ব বাংলার সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), নিউ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটি। আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধেই হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত অপরাধী। আত্মসমর্পণ করলেও তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলবে।
পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, আত্মসমর্পণের পর তাদের আত্মনির্ভরশীল করতে সরকারিভাবে আর্থিক প্রণোদনাসহ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তারা আবার অপরাধে যুক্ত হচ্ছে কি না, সে ব্যাপারে নজরদারি থাকবে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশ নিতে আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্যদের বিভিন্ন জেলা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পাবনায় আনা হয়েছে। এ উপলক্ষে পাবনায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা। আত্মসমর্পণ অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী মমতাজ বেগম এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *